বিভিন্ন সময় নানা অভিযোগের মুখে পড়তে হয় সিভিক ভলেন্টিয়ারদের। তবে সেই নেতিবাচক ধারণাকে পাশে সরিয়ে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন, পূর্ব বর্ধমান জেলার,কালনা থানার সিভিক ভলেন্টিয়ার বাসুদেব সরেন। তার দেওয়া রক্তেই প্রাণ রক্ষা পেল সাড়ে তিন মাসের অন্তঃসত্তা রূপা শীল!
সোমবার কালনা মহকুমা হাসপাতালের চিকিৎসকেরা জানান, রূপার শরীরে রক্তের পরিমাণ অত্যন্ত কম, তাই জরুরি ভিত্তিতে এ পজিটিভ রক্ত প্রয়োজন। কিন্তু হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে ওই গ্রুপের রক্ত না থাকায় রূপার শাশুড়ি মালতী শীল ও স্থানীয় আশা কর্মী রুনু সাহা সকাল থেকে হাসপাতালের এদিক-ওদিক ছুটোছুটি করতে থাকেন। পরিস্থিতি জানাজানি হতেই হাসপাতালের এক কর্মীর পরামর্শে তারা যোগাযোগ করেন পুলিশ ক্যাম্পের কর্মী সোমনাথ ঘোষের সঙ্গে। সোমনাথবাবু বিষয়টি জানিয়ে কথা বলেন পুলিশ কর্মী মলয় মণ্ডল এবং সিভিক ভলেন্টিয়ার বাসুদেব সরেনের সঙ্গে। ডিউটিতে থাকা অবস্থাতেই দ্রুত হাসপাতালে পৌঁছে রক্তদান করেন বাসুদেব সোরেন।
বাসুদেব সরেনে-র দেওয়া রক্তেই শেষ পর্যন্ত বাঁচানো যায় রূপা শীলের প্রাণ। পরিবারের পক্ষ থেকে বাসুদেব সরেনকে ধন্যবাদ ও সাধুবাদ জানানো হয়েছে। মানবিকতা দেখাতে পেরে খুশি বাসুদেবও। তিনি বলেন, “যদি আমার রক্তে কারও প্রাণ বাঁচে, তার চেয়ে বড় সন্তোষ আর কিছু নেই”।
এক সিভিক ভলেন্টিয়ারের এই নিঃস্বার্থ উদ্যোগে প্রশংসা ছড়িয়েছে গোটা কালনা এলাকায়।








