বলরাম সাহা ও প্রদীপ কুমার মণ্ডল ( রায়না ) :- পূর্ব বর্ধমান জেলার রায়না ১ নং ব্লকের নাড়ু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সমসপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাড়ি ফিরানো হল বিজেপি কর্মীদের। বিগত ২ রা মে সন্ধ্যার সময় তৃণমূল কর্মীরা নিজেদের মধ্যেই সবুজ আবির মেখে বাড়ি ফেরার সময় বিজেপি দুষ্কৃতীদের দাঁড়া আক্রমণে মৃত এক তৃণমূল কর্মী। নাম গণেশ মালিক সাথে সাথেই আক্রান্ত আরও চার তৃণমূল কর্মী। তারপর ই বিজেপির কর্মীদের পরিবারসহ গ্রাম থেকে পালিয়ে যান। পুলিশি ও রাজনৈতিক তৎপরতা গ্রামের শান্তির বাতাবরণ তৈরি হলে নাড়ু গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং নারু গ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ ইসমাইল (শান্ত) এবং গ্রামের বুথ সভাপতি তৃণমূল নেতৃত্বের উদ্যোগে প্রায় 15 টি পরিবারকে বাড়ি ফেরানো হয়।
সমষপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই বিজেপির যেসব কর্মীদের বাড়ি ফেরানো হয়েছে তাদের যে কোন ভাবে সাহায্য করবেন বলে কথা দেন নাড়ু গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ ইসমাইল।
সমসপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি উজ্জল মন্ডল বলেন যে সমস্ত পরিবারের মানুষদের আমরা গ্রামে ফিরিয়ে নিয়েছি তাদের আর কোন রকম আতঙ্কে থাকার দরকার নেই কারণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা তাদের পাশে আছি।
আমাদের দলের তৃণমূল সুপ্রিমো এবং তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন মমতা ব্যানার্জি তার চলার পথেই আমরা চলছি এলাকায় কোনরকম অশান্তি হতে দেবোনা তাই আমাদের এই ধরনের উদ্যোগ।বিজেপির যেসব পরিবারকে গ্রামে ফিরিয়ে আনা হয়েছে তাদের মধ্যে মৃত্যু দাস ও শ্যামলী রুইদাস বলেন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলাম আমরা কোন দোষের দোষী নই। ভয় একটাই ছিল পুলিশ বা রাজনৈতিকভাবে যদি কোনভাবে আক্রান্ত হই তার জন্যই আমরা বাড়ি থেকে চলে গিয়েছিলাম তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা এবং উনারা বলেছেন যে সমসপুর তৃণমূল কংগ্রেস তাদের পাশেই থাকবে।