সাংবাদিক স্বার্থে এগিয়ে এল বেঙ্গল প্রেস ক্লাব। পেশাগত কারণে সাংবাদিকদের নানা ঘটনার খবর করতে হয় । তাঁদের দৈনন্দিন কাজকর্মের মধ্যে থাকে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কভারেজও। এক্ষেত্রে ভীড় ও অন্যান্য মানুষ থেকে সাংবাদিকদের আলাদা করতে অনেক সময়ই অসুবিধা হয় । এ কথা মাথায় রেখেই আজকের এই উদ্যোগ নিল বেঙ্গল প্রেসক্লাব । এদিন বর্ধমান কোর্ট কম্পাউন্ড চত্বরে ক্লাবের সদস্যদের হাতে ‘মিডিয়া’ ও ‘প্রেস’ চিহ্নিত বিশেষ জ্যাকেট তুলে দেওয়া হয় ।
জ্যাকেটের পেছনে প্রেস ও মিডিয়া লেখা থাকায় তা সহজেই সাংবাদিকদের অন্যান্যদের থেকে আলাদা করে চিহ্নিত করতে পারবে বলে জানান সংগঠনের সম্পাদক সৌগত সাই। অন্যদিকে বেঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিজয়প্রকাশ দাস জানান, এই সংগঠন বরাবরই সাংবাদিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এসেছে। আগামী দিনেও সেই লক্ষ্যেই অবিচল থাকবে। পাশাপাশি শীঘ্রই বিভিন্ন জনসেবামূলক কর্মসূচিও নেওয়া হবে । এদিনের অনুষ্ঠানে উপস্থিত বেঙ্গল প্রেস ক্লাবের সদস্যরা সংগঠনের এই কর্মসূচীকে স্বাগত জানান।