কৃষক সেতু বাংলা(কৃষ্ণ সাহা ) – এবার লকডাউনের তদারকিতে পূর্ব বর্ধমানেও ড্রোনের সাহায্যে নিল প্রশাসন।শনিবার বিকালে জেলার করোনা ভাইরাসে আক্রান্ত এলাকায় প্রশাসন ড্রোন উড়িয়ে লকডাউনের প্রকৃত চিত্র বা তথ্য জোগাড় করলো।
এখানে উল্লেখ্য গত এক সপ্তাহে খণ্ডঘোষ এলাকায় দু’জনের দেহে করোনা ভাইরাসের সন্ধান মেলে।তারপরই প্রশাসন এলাকায় লকডাউন মানার ব্যাপারে কড়া ব্যবস্থা নেয়। প্রথমে এলাকার এক ব্যক্তির দেহে করোনা সন্ধান মেলে।তারপর আক্রান্ত ব্যক্তির পরিবারের এক শিশুর শরীরেও করোনা পজিটিভ ধরা পড়ে। এবার প্রশাসন আরও নড়েচড়ে বসে। তাই এদিন এলাকায় ড্রোন উড়িয়ে প্রশাসন সার্বিক অবস্থা জানা বা বোঝার চেষ্টা করে।পরপর দু’জন করোনা আক্রান্ত হবার পর রীতিমত আতংকে রয়েছে এলাকার মানুষজন। সরকারি নির্দেশে ওই এলাকাকে এখন কন্ট্যাক্ট কন্টামিনেটেড প্লেস হিসেবে ঘোষণা করা হয়েছে। সমস্ত রাস্তা সিল করে দেওয়া হয়েছে। হাট-বাজার একেবারেই বন্ধ। বাড়ি থেকে বের হচ্ছেন না কেউই, রাস্তাঘাট ফাঁকা। এদিন খণ্ডঘোষের বিভিন্ন জায়গার পাশাপাশি সেহারাবাজার এলাকায় পুলিশি অভিযান চালানো হয়েছে। সেখানে অবশ্য ভিড়ভাট্টা নেই, এলাকা রীতিমত ফাঁকা।এই প্রথম লকডাউনের পরিস্থিতি জানতে জেলা প্রশাসন ড্রোনের সাহায্যে নিল।