আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ঠাকুমার সঙ্গে মাছ ধরতে নেমে অজয় নদের গভীর জলে তলিয়ে গেল ৯ বছর বয়সী নাতি

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

আমিরুল ইসলাম ( বর্ধমান ) :- অজয় নদে জল একটু কমতেই ঠাকুমার সঙ্গে মাছ ধরতে নেমেছিল নাতি । কিন্তু তাঁর মাছ ধরা আর হয়ে ওঠলো না।ঠাকুমার চোখের সামনেই অজয়ের গভীর জলে তলিয়ে গেল ৯ বছর বয়সী তাঁর নাতি আনন্দ থান্ডার।শনিবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের নতুনহাট এলাকায় । এই খবর পেয়েই মঙ্গলকোট থানার পুলিশ ও ব্লকের বিডিও জগদীশচন্দ্র বারুই দ্রুত ঘটনাস্থলে পৌছেন । প্রশাসনের নির্দেশে এনডিআরএফ টিম অজয় নদে বালকের খোঁজ চালানো শুরু করে দেয় । কিন্তু এদিন সন্ধ্যা পর্যন্ত অজয় নদে তলিয়ে যাওয়া বালকের কোন হদিশ না মেলায় উৎকন্ঠায় কাটাচ্ছেন পরিবার সদস্যরা ।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , মঙ্গলকোটের নতুনহাটের লোচন দাস এলাকার বাসিন্দা সান্তনা থান্ডার। তাঁর মেয়ে
পূজা থান্ডারের ছেলে আনন্দ থান্ডার । এই বালকের বাবা বুদ্ধদেব থান্ডার কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন । বালক আনন্দ থান্ডার নতুনহাট এলাকায় তাঁর দাদু ঠাকুমার কাছেই থাকতো। সান্তনাদেবী এদিন দুপুরে তাঁর নাতিকে সঙ্গে নিয়েই অজয় নদে মাছ ধরতে যান। মাছ ধরার ফাঁকেই আচমকা অজয়ের গভীর জলের মধ্যে পড়ে যায় আনন্দ । তার পর থেকে জলে নাতিকে আর খুঁজে পান না
সান্তনাদেবী । তিনি চিৎকার চেঁচামেচি শুরু করতেই স্থানীয় মানুষজন ঘটনাস্থলে পৌছান ।

স্থানীয়দের মাধ্যমে বালক আনন্দ থান্ডারের
অজয় নদে তলিয়ে যাওয়ার খবর পেয়েই
মঙ্গলকোট থানার পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌছান । খবর দেওয়া হয় এনডিআরএফ কে। এনডিআরএফ টিম ঘটনাস্থলে পৌছে অজয় নদে বালকের খৌঁজ চালানো শুরু করে । সন্ধ্যা পর্যন্ত খোঁজ চালিয়েও তারা বালকের কোন হদিশ পান না । বালকের খোঁজে এনডিআরএফ টিম রবিবার ফের অজয়ে তল্লাশী চালাবে বলে প্রশাসনিক কর্তাদের কথায় জানা গিয়েছে ।

See also  বিজেপির নেতারা কেউ ফিরেও তাকাননি জামালপুরের বিজেপি কর্মীর বাবার মৃতদেহ সৎকার সম্পন্ন করলো তৃণমূল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি