আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

তুলোর বালাপোস গোডাউনে ভয়াভহ আগুন পূর্ব বর্ধমানে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

শীতের রাতে পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘী থানার অন্তর্ভুক্ত একটি তুলোর বালাপোস গোডাউনে ভয়াভহ অগ্নিকাণ্ড। লক্ষাধিক টাকার সামগ্ৰী ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান।ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় জিয়ারা ও কাশিয়ারা গ্রামের মধ্যস্থলে। ভয়াবহ আগুনের আকার হওয়ায় চারটি দমকলের ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে,মোতায়েন করা হয়েছে পুলিশ।মুলত তুলোর গোডাউনে আগুনের শিখা যাতে খর ও পালুইয়ে গিয়ে না লাগে সেদিকে নজর রেখেছে পুলিশ প্রশাসন ও গ্রামবাসীরা।

ভয়াবহ এইরকম আগুনের রূপ দেখে আশপাশে থাকা প্রতিবেশী গৃহস্থালীরা বাড়ি ছেড়ে দূরে আশ্রয় নিয়েছে।
কার্যতঃ চারটি ইঞ্জিন পৌঁছালেও আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে অনেক এমনটাই দমকল কর্মী সূত্রে জানা যাচ্ছে।
লক্ষাধিক টাকার তুলোর গোডাউনে থাকা তুলোর তৈরি সমস্ত জিনিস ভস্মীভূত হয়েছে।
গোডাউনের মালিক রামপাল সাউ জানিয়েছেন সম্ভবত ইলেক্ট্রিক সকসার্কিটের ফলেই এই দুর্ঘটনা।

See also  শিক্ষক দিবসের প্রাক্কালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর শুভেচ্ছা বার্তায় স্বীকৃতি পশ্চিমবঙ্গ তৃনমুল প্রাথমিক শিক্ষক সমিতিকে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি