আজ দিঘাতে এক কোটি টাকার তেলিয়া ভোলা মাছ বিক্রি হলো। 12 হাজার 600 টাকা করে কিলোদরে এই মাছ বিক্রি হয়েছে। মা বাসন্তী নামে একটি ট্রলার তেত্রিশটি তেলিয়া ভোলা নিয়ে আসে। শ্যামসুন্দর দাসের আরতে এই মাছটি বিক্রি হয়।
সূত্রের খবর দীঘা মোহনায় প্রায় 30 পিস তেলিয়া ভোলার মাছ প্রায় এক কোটি টাকার বেশি দামে ” মা বাসন্তী” নামে ট্রলারে নিয়ে এসে এই দিঘা মোহনায় সেক্রেটারি শ্যামসুন্দর দাসের কাছে বিক্রি করে। কলকাতার কেএমপি কোম্পানি এই মাছটি বিদেশের বাজারে বিক্রি করবে।
এই মাছের পটকা থেকে ক্যাপসুল তৈরি হয়, সেই সঙ্গে অপারেশনের সময় যে সুতো লাগে সেটি এই মাছের পটকা থেকে তৈরি হয় বলে স্থানীয় দের ধারণা তাই এই মাছটির এত দাম ।