আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দিঘা তে এককোটি টাকার তেলিয়া ভোলা মাছ

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

আজ দিঘাতে এক কোটি টাকার তেলিয়া ভোলা মাছ বিক্রি হলো। 12 হাজার 600 টাকা করে কিলোদরে এই মাছ বিক্রি হয়েছে। মা বাসন্তী নামে একটি ট্রলার তেত্রিশটি তেলিয়া ভোলা নিয়ে আসে। শ্যামসুন্দর দাসের আরতে এই মাছটি বিক্রি হয়।

সূত্রের খবর দীঘা মোহনায় প্রায় 30 পিস তেলিয়া ভোলার মাছ প্রায় এক কোটি টাকার বেশি দামে ” মা বাসন্তী” নামে ট্রলারে নিয়ে এসে এই দিঘা মোহনায় সেক্রেটারি শ্যামসুন্দর দাসের কাছে বিক্রি করে। কলকাতার কেএমপি কোম্পানি এই মাছটি বিদেশের বাজারে বিক্রি করবে।

এই মাছের পটকা থেকে ক্যাপসুল তৈরি হয়, সেই সঙ্গে অপারেশনের সময় যে সুতো লাগে সেটি এই মাছের পটকা থেকে তৈরি হয় বলে স্থানীয় দের ধারণা তাই এই মাছটির এত দাম ।

See also  নাকা চেকিং করতে গিয়ে 27 কেজি গাঁজাসহ গ্রেফতার তিন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি