সাহিদুর রহমান ( বাঁকুড়া ) :- জাতীয় শিক্ষক সর্বপল্লি রাধাকৃষ্ণণের জন্মদিন উপলক্ষে ওন্দা ব্লকের গোগড়া গ্রামের পাঠশালায় যথোচিত মর্যাদার সঙ্গে শিক্ষক দিবস উদযাপন করা হল। নানান সাংস্কৃতিক কর্মকান্ডের মধ্য দিয়ে শিক্ষক দিবসের অনুষ্ঠানকে বর্ণময় করে তুললো। কচি কাচা ছাত্র ও ছাত্রীদের নিয়ে নাচ, গান, আবৃত্তি ও আলোচনার মাধ্যমে এই দিনটিকে পালন করলো ওন্দা যুব সমাজের কর্মীরা ।
সমাজের পিছিয়ে পড়া দুঃস্থ পড়ুয়াদের বিনা পারিশ্রমিকে গ্রামের উৎসাহি শিক্ষিত ওন্দা যুব সমাজের কর্মীরা ধারাবাহিক ভাবে এই পাঠশালাটি চালিয়ে আসছে। তাদের এই উদ্যোগ খুবই প্রশংসনীয় ।তাদের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ ।