কৃষ্ণ সাহা ( বর্ধমান ) :- পূর্ব বর্ধমান শহরের স্বেচ্ছাসেবী সংস্থা হৃদয়ের পক্ষথেকে কমল পুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দিবসের অনুষ্ঠান পালন করা হলো। আজ 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস। ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ এর জন্মদিন এর পাশাপাশি এদিন শিক্ষকদের সংবর্ধনা জানানো হয়। করণা সংক্রমণের কারণে বর্তমানে স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। সে কারণে জমায়েত করা যাবে না।
হৃদয় নামক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে স্কুলে গিয়ে শিক্ষক-শিক্ষিকাদের সম্বর্ধনা দেওয়া হয়। সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি সব সময় যেকোনো মুহূর্তে কমলপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে থাকার আশ্বাস দিয়েছেন হৃদয় স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।
পরবর্তী ক্ষেত্রে দোস্ত অসহায় শিশুদের হাতে বই খাতা পেন পেন্সিল সহ পড়ার সামগ্রী তুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন। যদিও স্কুলের শিক্ষকরা এই স্বেচ্ছাসেবী সংস্থার থেকে একটি প্রজেক্টর এর আবেদন করেছেন। স্কুলের শিশুদের আমন্ত্রণ জানানো হয়নি, তবে দুএকজন খবর পেয়ে এসেছিল বলে জানিয়েছেন ওই স্কুলেরই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক কাজী মহম্মদ রায়হান।