আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মহালয়ার পূর্ণ লগ্নে পিতৃ পুরুষের উদ্দেশ্যে তর্পন

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পাপাই সরকার ( পূর্ব বর্ধমান ) :- আজ অথাৎ বৃহস্পতিবার মহালয়া।আজই পিতৃ পুরুষের শেষ সাথে সাথেই দেবীপক্ষের সূচনা। মহামায়ার আগমনবার্তা সূচনায় দিকে দিকে কাশফুলের রমরমা, নীল আকাশে পেঁজাতুলোর মতো সাদা মেঘের আনাগোনা।তবে এবার করোণা আবহে ও মহালয়ার এক মাস পর দূগ্গো উৎসব শুরুর ঘনঘটায় কিছুটা হলেও ভাটা পড়েছে তর্পনের কাজেও। এবছর আশ্বিন মাসে দু দুটি অমাবস্যা পড়ায় আশ্বিন মাস জুড়েই মলমাস পালিত হবে। হবে না পুজো অর্চনা।

 

Krishaksetu Bangla

মহালয়ার পূর্ণ লগ্নে পিতৃ পুরুষের উদ্দেশ্যে তর্পনের আজই শেষ দিন। গত পূর্ণিমা তিথি থেকে শুরু হওয়া তর্পনের মহালয়ার অমাবস্যায় শেষ। সে উদ্দেশ্যেই আজ মহালয়ার পূর্ণ লগ্নে পিতৃ পুরুষকে জলদান করার জন্য সূর্যোদয়ের সাথে সাথেই পূর্ব বর্ধমান শহড়ের সদরঘাটের নদীতে পুণ্যার্থীদের তর্পনের উদ্দেশ্যে জড়ো হওয়া মানুষজন। নিয়ম নিষ্ঠা নির্ঘন্ট মেনে চলে পূজার্চনা। তবে করোনা আবহে সংক্রমণ এড়াতে অল্প পরিসরে সামাজিক দূরত্ব বার্তা সেভাবে যে পালন করা সম্ভব হয়নি তা মেনে নিয়েছেন তর্পনের উদ্দেশ্যে উপস্থিত হওয়া মানুষজন।প্রতিবছরি এইঘাটে যাকজমক করে তর্পনের পুজো হয় ।এবারেও তা সচল রয়েছে এই করোনা আবহেও ।

See also  তিন সিভিক ভল্যান্টিয়ারের ও এক ভিলেজ পুলিশ এর বুদ্ধিমত্তায় ধরা পড়লো অলঙ্কারের দোকানে চুরির ঘটনায় জড়িতরা - উদ্ধার অলঙ্কার

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি