আজকের রাশিফল ( ৩ আগস্ট , ২০২১ ) :-
লিখেছেন দেব সমুদ্র ( পূর্ব ভারতের একমাত্র সামুদ্রিক জ্যোতিষী ও বাস্তুবিদ )
মেষ :- মিশ্র দিন। কর্মক্ষেত্রে প্রভাব বাড়বে। আয় ভাগ্য চলনসই। প্রেমে সমস্যা। ভালো থাকবে শরীর।
বৃষ :- মিশ্র দিন। আচমকা প্রাপ্তি যোগ। আয় ভালো। প্রেমে সমস্যা। ভালো থাকবে শরীর।
মিথুন :- শুভ দিন। কর্মক্ষেত্রে নব সুযোগ। আয় যোগ। পেতে পাতেন প্রেম প্রস্তাব। ভালো থাকবে না শরীর।
কর্কট :- মিশ্র দিন। কর্মস্থলে শুভ। কাউকে খুশি করতে অহেতুক অর্থ ব্যয়। প্রেমের দিন। শরীর নিয়ে সাবধান।
সিংহ :- মিশ্র দিন। আয় যোগ আছে। ব্যাবসা ক্ষেত্রে মধ্যম। প্রেমে কষ্ট পাবেন আজ।
কন্যা :- শুভ দিন। আয় যোগ আছে। ব্যবসা ক্ষেত্রে নব যোগাযোগ। প্রেমে ইচ্ছা পূরণ।
তুলা :- মিশ্র দিন। কর্মস্থলে মাথা ঠান্ডা রাখুন। আয় যোগ। প্রেমে শুভ। ভালো থাকবে শরীর।
বৃশ্চিক :- মিশ্র দিন। বকেয়া টাকা ফেরত পেতে পারেন। প্রেমে অশান্তি। জেদ নিয়ন্ত্রণ করুন।
ধনু :- মিশ্র দিন। কর্মস্থলে সমস্যা। আয় ও ব্যয় সমান সমান। ব্যাবসা ক্ষেত্রে শুভ। প্রেমে সমঝোতা।
মকর :- মিশ্র দিন। আয় যোগ আছে। ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি। প্রেমে সমস্যা। ভালো থাকবে শরীর।
কুম্ভ :- মিশ্র দিন। আয় যোগ আছে। মুনাফা বাড়বে ব্যবসা ক্ষেত্রে। শরীর ভালো থাকবে। প্রেমের ক্ষেত্রে মানিয়ে চলুন, আজ সেরা প্রেমের দিন।
মীন :- মিশ্র দিন। ধাপে ধাপে ব্যবসাতে উন্নতি। আয় যোগ চলনসই। খরচ নিয়ন্ত্রণে রাখুন। কাল্পনিক দুশ্চিন্তা প্রেমের ও পরিবারের ক্ষতি করবে।