আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আজকের দিন আপনার কেমন যাবে দেখে নিন এক ক্লিকে

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

আজকের রাশিফল ( ০২ আগস্ট , ২০২১ ) :-

লিখছেন পূর্ব ভারতের একমাত্র সামুদ্রিক জ্যোতিষী ও বাস্তুবিদ শ্রী দেব সমুদ্র

মেষ :- শুভ দিন। আয় যোগ শুভ। চাকুরি ক্ষেত্রে কোনও সমস্যা নেই। বাণিজ্যে সাময়িক কিছু সমস্যা হতে পারে। গলার সমস্যা হতে পারে। প্রেমের দিন আজ।

বৃষ :- মিশ্র দিন। আয় যোগ মধ্যম। কর্মক্ষেত্রে নতুন অনেক কিছু শিখতে হবে। বাণিজ্যে আজ কোনও ঝুঁকি নেবেন না। আজ প্রেমের দিন নয় আপনার।

মিথুন :- মিশ্র দিন। আয় যোগ চলনসই। চাকুরি ক্ষেত্রে বাধার মধ্যে দিয়ে এগোতে হবে। বাণিজ্যে সমস্যা থাকবে। প্রেমে বড় ধরনের অশান্তি।

কর্কট :- ভালো দিন। আয় যোগ চলনসই। কর্মক্ষেত্রে সন্মান বৃদ্ধি। বাণিজ্যে নব শুভ যোগাযোগ। বিপরীত লিঙ্গ আপনার প্রতি প্রবল দুর্বল হবে।

সিংহ :- মিশ্র দিন। আয় যোগ মধ্যম। চাকুরি ক্ষেত্রে সকলের সাথে তাল মিলিয়ে চলুন। বাণিজ্যে আজ শুভ। প্রেমে সমঝোতায় থাকা আজ আপনার শুভ নয়।

কন্যা :- মিশ্র দিন। আয় যোগ শুভ। কর্মক্ষেত্রে ঝামেলা এড়িয়ে চলুন। বাণিজ্যে সমঝোতা করে চলতে হবে। প্রেমে সঙ্গীকে বোঝার চেষ্টা করুন।

তুলা :- মিশ্র দিন। আয় যোগ চলনসই। চাকুরি ক্ষেত্রে কোনও সমস্যা নেই। বাণিজ্যে ভালো দিন আজ। প্রেমে আজ জড়িয়ে পড়তে পারেন শারীরিক সম্পর্কে, যা আপনার ভবিষ্যতে ক্ষতি করবে। ভালো থাকবে বা শরীর।

বৃশ্চিক :- শুভ দিন। আয় যোগ ভালো। কর্মক্ষেত্রে সুনাম অর্জন। বাণিজ্যে আজ শ্রীবৃদ্ধি। প্রেমে সুখের অনুভুতি।

ধনু :- মিশ্র দিন। আয় যোগ মধ্যম। চাকুরি ক্ষেত্রে স্থিতিশীল অবস্থা বজায় থাকবে। বাণিজ্যে সমস্যা হবে। ভালো থাকবে না শরীর। প্রেমের দিন।

মকর :- সমস্যাময় দিন। আয় যোগ নিম্ন। চাকুরি ক্ষেত্রে সমস্যা থাকবে। বাণিজ্যে নানা অশান্তি, প্রাপ্য টাকা না পাবার সম্ভাবনা। প্রেমে মিশ্র ফল।

কুম্ভ :- মিশ্র দিন। আয় যোগ খারাপ নয়। চাকুরি ক্ষেত্রে মান বৃদ্ধি। বাণিজ্যে কিছু সমস্যা আছে। শরীর নিয়ে সতর্কতা দরকার। পারিবারিক অশান্তির সম্ভাবনা প্রবল। আজ প্রেমের দিন নয়।

মীন :- মিশ্র দিন। আয় যোগ চলনসই। চাকুরি ক্ষেত্রে সমস্যা। বাণিজ্যে নিজে দৃষ্টি দিন, নইলে বড় ক্ষতির সম্ভাবনা। প্রেমে অশান্তি, বিচ্ছেদের সম্ভাবনা।

See also  দু'বছরের মধ্যেই খুনের মামলার নিষ্পত্তি হল বর্ধমানে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি