আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আজকের দিন আপনার কেমন যাবে দেখে নিন এক ক্লিকে

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

আজকের রাশিফল ( ১০ ই আগস্ট , ২০২১ )

লিখছেন পূর্ব ভারতের একমাত্র সামুদ্রিক জ্যোতিষী ও বাস্তুবিদ শ্রী দেব সমুদ্র

মেষ :- শুভ দিন। আয় যোগ চলনসই। চাকুরি ও বাণিজ্যে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিন। আজ সারাদিন কর্ম মধ্যে কাটবে। প্রেমে মিশ্র ফল। * আঘাত প্রাপ্তির সম্ভাবনা।

বৃষ :- মিশ্র দিন। আয় যোগ মধ্যম। চাকুরি ক্ষেত্রে সহকর্মীদের সাহায্য নিতে হবে। বাণিজ্যে মিশ্র ফল। প্রেমের দিন নয় আজ।*** সাবধানে চলাফেরা করুন। রক্তপাতের যোগ আছে।

মিথুন :- মিশ্র দিন। আয় ও ব্যয়ের সমতা বজায় রাখতে পারবেন না। কর্মক্ষেত্রে প্রভাবশালী কারও কাছ থেকে সাহায্য। পারিবারিক অশান্তি। *** সাবধানে থাকুন, আজ আপনার মান সন্মানহানির ও দুর্ঘটনার সম্ভাবনা আছে।

কর্কট :- শুভ দিন। আয় যোগ চলনসই। চাকুরি ক্ষেত্রে কোনও কাজ মনের মত হবে না। বাণিজ্যে শুভ। পরিবার নিয়ে মানসিক চিন্তা। প্রেমের দিন আজ।

সিংহ :- মিশ্র দিন। আয় যোগ শুভ। চাকুরি ক্ষেত্রে নিজেকে অসহায় মনে হবে। বাণিজ্যে মতবিরোধ হতে পারে। সন্ধ্যের পর চরম পারিবারিক অশান্তির সম্ভাবনা। প্রেমের সম্পর্ক থেকে দূরে থাকুন।

কন্যা :- মিশ্র দিন। আয় যোগ চলনসই। চাকুরি ক্ষেত্রে কারুর সাহায্য পাবেন না। বাণিজ্যে আজ অনুকূল পরিবেশ নয়। সংসারে মাথা ঠান্ডা করুন। ভালো যাবেনা শরীর। প্রেমে মিশ্র প্রভাব।

তুলা :- মিশ্র দিন। আয় যোগ চলনসই। চাকুরি ক্ষেত্রে সমস্যা। বাণিজ্যে শত্রু বৃদ্ধি পাবে। প্রেমের দিন আজ। ** আঘাত প্রাপ্তির প্রবল সম্ভাবনা।

বৃশ্চিক :- মিশ্র দিন। আয় যোগ ভালো। চাকুরি ক্ষেত্রে কোনও সমস্যা নেই। বাণিজ্যে উদ্বেগ বেশি থাকবে। কোনও কাজ মন হত হবে না। বাড়ীতে মানসিক অশান্তি। প্রেমে মিশ্র ফল।

ধনু :- মিশ্র দিন। আয় যোগ শুভ। চাকুরি ক্ষেত্রে সমস্যা থাকবে। বাণিজ্যে মিশ্র প্রভাব। ভালো থাকবে না শরীর। প্রেমের দিন আজ নয়।

মকর :- সমস্যাময় দিন। আয় যোগ মধ্যম, অহেতুক ব্যয়। চাকুরি ক্ষেত্রে সমস্যা তৈরি করবে সহকর্মীরা। বাণিজ্যে মিশ্র প্রভাব। **** সংসারে চরম অশান্তি,যা গড়াতে পারে বহুদূর। ভালো যাবে না শরীর। প্রেমে প্রতারিত হবার সম্ভাবনা।*সাবধানে থাকুন।

কুম্ভ :- মিশ্র দিন। আয় যোগ মধ্যম। বাড়তি খরচ থেকে দূরে থাকুন। চাকুরি ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে। বাণিজ্যে মিশ্র প্রভাব। সংসারে বনিবনার অভাব দেখা দেবে। প্রেমে মানসিক শান্তি।* ভালো থাকবেনা শরীর।

মীন :- মিশ্র দিন। আয় যোগ শুভ। চাকুরি ক্ষেত্রে কোনও সমস্যা নেই। বাণিজ্যে চাপ বাড়বে। সংসারে শান্তি। প্রেমের দিন আজ।

See also  স্বাধীনতা তুমি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি