আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বাংলাদেশে বাউল শিল্পীদের অত্যাচারের প্রতিবাদে একাই পথে স্বপন দত্ত বাউল কার্জন গেট ও কোট কমপাউন্ডে গান গেয়ে প্রতিবাদ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রিম্পা সোনকার, বর্ধমান:
বাংলাদেশে বাউল শিল্পীদের উপর ধারাবাহিক নির্যাতন, হামলা ও গ্রেফতারের ঘটনার প্রতিবাদে একাই রাস্তায় নেমে গান গেয়ে আন্দোলনের পথ বেছে নিলেন পূর্ব বর্ধমানের বাউল শিল্পী স্বপন দত্ত বাউল

সোমবার সকাল থেকে বর্ধমানের কার্জন গেট ও পরে কোট কমপাউন্ড চত্বরে দাঁড়িয়ে একতারার সুরে মানবতার গান গেয়ে প্রতিবাদ জানান তিনি। চারদিকে মানুষের ভিড়, কিন্তু আন্দোলনে কোনও দল নেই, সংগঠন নেই—আছে শুধু একজন শিল্পীর প্রতিবাদের কণ্ঠ।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কথিত নির্দেশ—
“এক এক করে বাউলদের ধরো, ধরে ধরে জেলে ভরো”
—এই বক্তব্যের বিরুদ্ধে তিনি রাস্তার ধুলোয় দাঁড়িয়ে গাইলেন লালনের গান:

“ধর্মের পথে মানুষ হারায়, মানুষ থাকে কোথায়?”
“মানুষ ভজলে সোনার মানুষ হবি।”

স্বপন দত্ত বাউল বলেন—

“আমি নেতা নই, সংগঠনও নেই। কিন্তু বাউল গান মানবতার গান। বাংলাদেশে যেভাবে বাউল শিল্পীদের দমিয়ে দেওয়া হচ্ছে—তা শুধু শিল্পীর উপর আঘাত নয়, বাংলা সংস্কৃতির হৃদয়ে আঘাত। তাই গান দিয়েই প্রতিবাদ করছি।”

পাশাপাশি তিনি আরও বলেন—

“এ আন্দোলনে বহু মানুষ যোগ দেবেন কিনা জানি না, তবে আমি আমার প্রতিবাদের ভাষা হারাব না—কারণ গানই আমার অস্ত্র।”

স্থানীয় সাংস্কৃতিক মহলে তাঁর এই ব্যক্তিগত প্রতিবাদ মন ছুঁয়েছে।

আজ বর্ধমানের পথের মাঝেই প্রমাণ মিললো—
একজন সত্যিকারের শিল্পীর কণ্ঠ কখনও নীরব হয় না।
সুরই তার প্রতিরোধ, মানবতাই তার ধর্ম।

See also  ‘নতুন’ সভাপতি পেল বিসিসিআই, দায়িত্ব নিতেই সামনে কড়া চ্যালেঞ্জ স্পনসরশিপ নিয়ে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি