কৃষ্ণ সাহা, কৃষকসেতু নিউজ বাংলা:-চালুনি হয়ে ছুচের বিচার করতে বারণ করুন। সময় সেটা জবাব দেবে। কি করে এই কয়েক বছরে এত সম্পত্তির মালিক হয়।
নাম না করে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে উদ্দেশ্য করে বললেন খন্ডঘোষের প্রচারে এসে তৃনমূল প্রার্থী সুজাতা মন্ডল।
বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে সুজাতা মন্ডল কে প্রার্থী ঘোষণা করার পর থেকেই ভোট প্রচারে ঝড় তুলছে সুজাতা ।
এদিন খণ্ডঘোষে ভোট প্রচারে আসেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মন্ডল।
প্রথমে তিনি খণ্ডঘোষের বুড়ো শিবতলায় পুজো দেন এবং তারপর খণ্ডঘোষের বিভিন্ন এলাকা তিনি পদযাত্রা করেন, মানুষের সঙ্গে কথা বলেন এবং তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।
এবং এদিন খণ্ডঘোষ বিধায়ক কার্যালয়ের পাশেই একটি সভা করা হয়।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজাতা মন্ডল জানান, খণ্ডঘোষে প্রচারে এসে মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। এবং তিনি নাম করে বিষ্ণপুর লোকসভা কেন্দ্রের বিজেপির পার্থী উদ্যেশ্য বলেন, সাংসদ হিসেবে কোনো কাজ তিনি এই এলাকায় করেন নি।
পাশাপাশি সাংবাদিকরা প্রশ্ন করেন, কয়েকদিন আগে এই খণ্ডঘোষে এসে বিজেপি প্রার্থী বলেছিলেন এই এলাকায় বালি মাফিয়ারা তৃণমূল। তারই উত্তরে সুজাতা মন্ডল বলেন, চালুনি হয়ে ছুচের বিচার করতে বারণ করুন। এই কয়েক বছরে কি করে এত সম্পত্তি তিনি মালিক হয়েছেন?
এদিনের এই কর্মসূচিতে ছিলেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ , ছিলেন খণ্ডঘোষ ব্লক তৃণমূলের সভাপতি অপার্থিব ইসলাম ,ব্লকের যুব সভাপতি শুভেন্দু পাল সহ অন্যান্যরা।
বিষ্ণুপুর লোকসভা আসন টি গত লোকসভা নির্বাচনে বিজেপির দখলে ছিল। সুজাতা মন্ডল প্রতিজ্ঞাবদ্ধ এই বছর এই আসনটি তৃণমূল কংগ্রেসকে উপহার দেবেন।