আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বর্ধমান স্টেশনের প্লাটফর্মে হঠাৎ আগুন, চাঞ্চল‍্য ষ্টেশন চত্বরে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বর্ধমান রেল স্টেশনের আরপিএফ পোস্টের উল্টোদিকে দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝে শেডের নিচে বুধবার সন্ধ্যায় হঠাৎই আগুন লেগে যাওয়ার ঘটনায় উত্তেজনা ছড়াল। আগুন লাগার ঠিক আগেই হাওড়া-বর্ধমান ৩৬৮৩৩ আপ লোকাল দু নম্বর স্টেশনে এসে থামে। যাত্রীরা ট্রেন থেকে নেমে বাইরে বেরোবার জন্য হুড়োহুড়ি শুরু করে দেয়।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ইলেকট্রিকের বক্সে তারে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। আরপিএফ এবং জিআরপি এর অফিসারেরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে এলাকাটি ঘিরে দেয়। বিচ্ছিন্ন করে দেওয়া হয় স্টেশনের অধিকাংশ বিদ্যুৎ সংযোগ। ফলে মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে যায় বর্ধমান রেল স্টেশনের বেশ কিছু অংশ।

 

পরে অগ্নি নির্বাপক গ্যাস ও বালি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে স্টেশন সূত্রে জানা গেছে। যদিও এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই সূত্রের খবর।

See also  রেল সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নামে বড়সড় প্রতারণা চক্রের পর্দা ফাঁস করলো রেলওয়ে প্রটেকশন ফোর্স- বর্ধমানে গ্রেপ্তার ৭ প্রতারক

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি