বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার পাল্টা হিসেবে মঙ্গলবার মেমারিতে শক্তি–প্রদর্শন করল তৃণমূল কংগ্রেস। খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে ব্লক সভাপতি অপার্থিব ইসলামের নেতৃত্বে মোট ২৫টি গাড়িতে কর্মী–সমর্থকেরা রওনা হয়ে জনসভায় যোগ দেন বলে খণ্ডঘোষ ব্লক তৃণমূল সূত্রে জানা যায়।
মেমারির জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পাশাপাশি ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী, সাংসদ শর্মিলা সরকার, যুব সভাপতি রাসবিহারী হালদার সহ দলের একাধিক নেতৃবৃন্দ।
সভা থেকে এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তীব্র শব্দবাণ ছোড়েন বক্তারা। তৃণমূলের দাবি, বিরোধীদের মিথ্যা প্রচার ও বিশৃঙ্খলার জবাব দিতেই মেমারির এই শক্তি–প্রদর্শন।








