আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

শারীরিক নির্যাতনের শিকার হয়ে অপমানে আত্মঘাতী ছাত্রী – ঘটনার পর থেকে পলাতক তিন অভিযুক্ত যুবক

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :- কনেযাত্রী বোঝাই বাসের মধ্যে এক যুবক শারীরিক নির্যাতন করায় তা মেনে নিতে না পেরে অপমানে আত্মঘাতী হল এক ছাত্রী ।দশম শ্রেণীতে পড়ুয়া ওই ছাত্রীর বাড়ি পূর্ব বর্ধমানের জামালপুর থানার মুহিন্দর গ্রামের ভাগার পাড়ায় ।এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুহিন্দর গ্রামে। ময়নাতদন্তের জন্য পুলিশ বৃহস্পতিবার ছাত্রীর মৃতদেহ বর্ধমান হাসপাতাল মর্গে পাঠায়। ছাত্রীর মৃত্যুর জন্য এলাকার তিন যুবক সুরোজ মুরমু ,সাগুন মুরমু ও বিকাশ সরেন কে দায়ী করে এদিনই জামালপুর থানায় অভিযোগ দায়ের করছেন মৃতার দাদু।
দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে ।


পুলিশ ও পরিবার সূত্রে জানাগিয়েছে ,বছর ১৫ বয়সী আদাবাসী পরিবারের ওই ছাত্রীর আদি বাড়ি হুগলীর বৈকন্ঠপুর এলাকায় ।
জামালপুরের পাড়াতল ১ পঞ্চায়েতের মুহিন্দর
গ্রামের ভাগার পাড়ায় ছাত্রীর মামার বাড়ি ।
লেখাপড়া শেখার জন্য ছাত্রীর মা বাবা ছোট বয়সেই তাকে মামার বাড়ি পাঠিয়ে দেয় ।
বর্তমানে সে স্থানীয় পর্বতপুর উচ্চ বালিকা
বিদালয়ে পড়ছিল ।


ছাত্রীর দাদু পুলিকে জানিয়েছেন , সম্প্রতি তাঁদের পাড়ার এক তরুণীর বিয়ে হয় ।
গত মঙ্গলবার কনে যাত্রীদের সঙ্গে তাঁর নাতনিও বৌভাত অনুষ্ঠানে যোগ দিতে যায় ।
ওই দিন রাতে সবার সঙ্গেই বাসে চড়ে ছাত্রিটি মুহিন্দর গ্রামের বাড়িতে ফিরছিল। ওই দিন বাসের পিছনের শিটে বসে আসতে আতে ছাত্রী ঘুমিয়ে পড়ে। অভিযোগ ওই সময়ে একই বাসে সওয়ার থাকা এলাকার যুবক সুরোজ মুরমু জরোপূর্বক ছাত্রীর উপর শারীরিক অত্যাচার করে ।ছাত্রী ও বাসে থাকা অন্য কনে যাত্রীরা প্রতিবাদ করলে তখনকার মতো সুরোজ বিরত হয় । ছাত্রী রাতে মুহিন্দর গ্রামে মামার বাড়ি ফিরে এসে ঘরে যখন ঘুমাচ্ছিল তখন ফের সুরজ এবং তার দুই বন্ধু সুগুন মুরমু ও বিকাশ সরেন মিলে সারারাত ছাত্রীকে ঘুমাতে না দিয়ে উত্যক্ত করে যায়।ছাত্রীর দাদু বলেন , “যুবকদের এমন নোংরা আচরণ মেনেনিতে না পেরে অপমানিত হয়ে তাঁর নাতনি বুধবার সারাদিন মনমরা হয়েছিল । ওই সন্ধ্যায় ঘরের দরজা বন্ধ করে দিয়ে নাতনি গলায় দড়ির ফাঁস লাগিয়ে ঘরের সিলিংয়ের কাঠামোয় ঝুলে পড়ে আত্মঘাতী হয় ।” খবর পেয়ে রাতে পুলিশ তদন্তে এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় । ছাত্রীর এমন মর্মান্তিক মৃত্যুর জন্য অভিযুক্ত তিন যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে পরিবার পরিজন ও এলাকাবাসী । পুলিশ জানিয়েছে , ঘটনার তদন্ত শুরু হয়েছে । অভিযুক্তদের খোঁজ চলছে ।

See also  মাধ্যমিকে প্রথম পূর্ব বর্ধমানের অরিত্র

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি