আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

নানান দাবিতে মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন দিল এস টি ই এ

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

অরিজিৎ মাইতি ( পূর্ব মেদিনীপুর ) :- মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি(এস টি ই এ) পূর্ব মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক)-এর নিকট দুপুর দুটো থেকে পাঁচটা পর্যন্ত অবস্থান- ডেপুটেশনের কর্মসূচি পালন করে। জেলা কমিটির আহ্বানে শতাধিক শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী অংশ নেন। এই অবস্থানে কেন্দ্রীয় সরকারের” জাতীয় শিক্ষানীতি ২০২০” তীব্র বিরোধিতা করা হয়।

দীর্ঘদিন ধরে আপার প্রাইমারি প্যানেল প্রকাশ এবং নিয়োগ হচ্ছে না তা দ্রুত প্রকাশের দাবি, কেবল প্রতিশ্রুতি নয় আবেদনের ভিত্তিতে বাড়ির কাছে বদলির দাবিতে, অবসরপ্রাপ্ত শিক্ষকদের রোপা’১৯ অনুযায়ী সংশোধিত পেনশন চালু, আদালতের রায়কে মান্যতা দিয়ে গ্রাজুয়েট শিক্ষকদের টি জি টি স্কেল প্রদান ও ডি আই অফিসে কাজের স্বচ্ছতার দাবি জাননো হয়।

প্রাক্তন জেলা সম্পাদক শুভেন্দু শেখর দাস জাতীয় শিক্ষানীতির আপত্তিকর দিকগুলি তুলে ধরেন এবং শিক্ষার বেসরকারিকরণ ও মর্মবস্তুকে কেড়ে নিয়ে সাধারণ মানুষের কাছ থেকে শিক্ষা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনার বিরুদ্ধে তীব্র প্রতিরোধ আন্দোলনের ডাক দেন।এছাড়াও শিক্ষক নেতা তপন জানা, জেলা সম্পাদক স্বপন ভৌমিক, জেলা কোষাধ্যক্ষ দেব রঞ্জন দাস,হলদিয়া মহকুমা সম্পাদক শেখর রঞ্জন মাইতি প্রমূখ বক্তব্য তুলে ধরেন। চারজনের এক প্রতিনিধি দল ডি আই-এর কাছে ডেপুটেশন দেন।

See also  ত্রিপুরায় সায়নী ঘোষ কে গ্রেফতার করলো পুলিশ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি