আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পাথরের পরিবর্তে ইট দিয়ে সারাই করা হচ্ছে রাজ্য সড়ক

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পাথরের পরিবর্তে ইট দিয়ে সারাই করা হচ্ছে রাজ্য সড়ক sh7। পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত বাঁকুড়া মোড়ে রাস্তা সারাই এর এমনই এক দৃশ্য চোখে পরলো। পাথর দিয়ে রাস্তা সরানোর পরিবর্তে ইট দিয়ে রাস্তা সারালে রাস্তা যে বেশিদিন টেকসই হবে না এমনটাই মনে করছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথচলতি মানুষেরা।

ওই রাস্তা দিয়ে প্রত্যেক দিন প্রচুর সংখ্যক বালির লরি থেকে শুরু করে প্রচুর সংখ্যক যানবাহন চলাচল করে। তাই পাথর দিয়ে রাস্তা না সারাই করলে বেশি দিন টিকবে না বলেই জানালেন পথচলতি মানুষ রাজু হাজরা। সেই কারণেই নাকি ইট দিয়ে রাস্তা সারানো হচ্ছে। সরকারি নির্দেশিকা উপর কারও হাত নেই। তবে ইট এর পরিবর্তে পাথর দিয়ে রাস্তা সারালে বেশিদিন টেকসই হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথযাত্রীরা।

See also  এক ঝলকে দেখে নিন কৃষকসেতু বাংলাতে আসা সরস্বতী প্রতিমা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি