নিজস্ব প্রতিবেদন: পঞ্চম দফায় পরলো লকডাউন। লকডাউন এর ৬৭ তম দিনে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি লকডাউন নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি রাজ্যের।
রাজ্যের লকডাউন আরো দু সপ্তাহ বাড়ানো হয়েছে।গতকালই মুখ্যমন্ত্রী জানিয়েছেন বাংলায় বেশ কিছু ক্ষেত্রে অতিরিক্ত ছাড়ের কথা। কেন্দ্রের গাইডলাইন প্রকাশিত হয়েছে আজ। মুখ্যমন্ত্রীর পুনর্বার লকডাউন এর নতুন বিজ্ঞপ্তি জারি করলেন।শুক্রবার সাংবাদিক বৈঠকে এই নিয়ে একাধিক গাইডলাইন প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত ছাড় দিয়েছেন তিনি।
এবার দেখে নেবো মুখ্যমন্ত্রী প্রদত্ত বিশেষ ক্ষেত্রে ছাড় গুলির বিবরণ।।।।।
১,,১লা জুন থেকে শর্তসাপেক্ষ ধর্মীয় স্থান গুলি খুলে দেওয়া হবে দর্শনার্থীদের জন্য।তবে ধর্মীয় স্থানে একসঙ্গে ১০ জনের বেশি প্রবেশ করতে পারবে না।প্রবেশের আগে অবশ্যই স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার করতে হবে।
২,,সিনেমা, সিরিয়াল ও ওয়েবলিরিজের শুটিং শুরু হবে রাজ্যে। তবে ইউনিটে ৩৫জনের বেশি লোক থাকবে পারবে না।
৩,,রিয়ালিটি শোর এর শুটিং এখনই শুরু হচ্ছে না। কনটেনমেন্ট জোনগুলিতে কোনো শিথিলতা নয়।
৪,,৮ জুন থেকে ৭০ % কর্মী নিয়ে খুলবে সরকারি অফিস।কত কর্মী নিয়ে বেসরকারি অফিস চালু হবে সে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।
৫,, ১লা জুন থেকে রাজ্যে আন্তঃরাজ্য, আন্তঃজেলা বাস চলাচল করবে। বাসে আসন সংখ্যা অনুযায়ী থাকবে যাত্রীসংখ্যা। ব্যবহার করতে হবে মাস্ক স্যানিটাইজার। দাঁড়িয়ে যাতায়াত চলবে না।
৬,,৮ জুন থেকে শর্তসাপেক্ষে খুলছে হোটেল-রেস্তোরাঁ-শপিং মল।