নীলঝড়
আবার তোরা এসেছিস ফিরে ফেলে যাওয়া সেই প্রাঙ্গণে তাইতো আবার রং ধরেছে নির্বাক হওয়ার রঙ্গনে ।
প্রাণ জেগেছে চেয়ার-টেবিল ইট কাটার পাত্থরে
নতুন করে জেগেছে সবুজ কোমলঘাসের অন্তরে।
ওরে ,তোরা আয়রে আজ বুলবুলি আর টিয়ার দল
নতুন করে আবার তোরা মনের কথা গুছিয়ে বল।আমরা তোদের মন ভোলাতে গেয়েছি হাজার গান
ছিল কি কোথাও সেই গাওয়াতে
এতোটুকু প্রাণ !
বদ্ধ ঘরের বন্দিশালায়
তোরা ম্রিয়মাণ
বুকের ভেতর নীলাকাশ হয়েছে খানখান ।
তোদের সুখ পাঠশালা তে তোদের আমোদখেলার মাঠে,
হাসবি-ছুটবি-খেলবি তোরা অবাক হয়ে দেখবো মোরা
তোদের উত্থান ,
হলদে-চোখে চশমা এঁটে
দাও য়ায় বসে, অনেক হেঁটে
করছে কে সাবধান!?