কৃষ্ণ সাহা ( বর্ধমান ) :-
উচালন অঞ্চলে একলক্ষী তে তৃনমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজ রায়না দু নম্বর ব্লকের উচালন গ্রাম পঞ্চায়েতের একলক্ষী গ্রামে
কর্মী বৈঠক অনুষ্ঠিত হল। তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি অভিষেক ব্যানার্জীর ডাকে যে এলাকায় এলাকায় যুবশক্তি তৈরি হচ্ছে তাদের উদ্দেশ্যেই এ বৈঠক।
তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যোগদান করবেন কিভাবে যোগদান করবেন এবং তাদের ভবিষ্যত কর্মসূচী কি হবে সে সম্পর্কে আলোচনা করা হয় এই বৈঠকে। এর সঙ্গে রাজ্য সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি, বাইরের রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা, করুনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর পদক্ষেপ এই বিষয়গুলি সম্পর্কে তৃণমূল যুব কংগ্রেসের সদস্যদের ভালোভাবে ওয়াকিবহাল করা হয়। উচ্চ স্থানীয় নেতারা এদিন যুব সদস্যদের দায়িত্ব দিলেন সাধারণ মানুষকে রাজ্য সরকারের সম্পর্কে ভুল ধারণা গুলি মুছে দিয়ে সঠিক ধারণা উদ্বুদ্ধ করতে।
এদিন বৈঠকে উপস্থিত ছিলেন রায়না ২ নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মির্জা সাকির হোসেন , পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক, প্রধান দোলন দাস এবং কর্মাধ্যক্ষ ছায়া গুহ, উপপ্রধান আনিসুর রহমান খান, অঞ্চলের যুব সভাপতি হানিফ, সহ যুব তৃণমূল কংগ্রেসের কর্মী বৃন্দ। সোশ্যাল ডিসটেন্স মেনেই এই বৈঠক হয়েছে বলে জানালেন তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি সৈয়দ করিমউদ্দিন।