আগেই সিদ্ধান্ত নিয়েছিল পুরী, এবার সেই পথে হেঁটে এবারের মত ধুমধাম করে রথযাত্রার স্থগিত করলো হুগলির মাহেশের রথযাত্রা কমিটি। মাহেশের এবারে রথযাত্রা ৬২৪ বছরে পরছে।
আগামি মাসের ৫ তারিখে জগন্নাথ দেবের স্নান যাত্রা রয়েছে।এরপরই ২৩ শে জুন রথযাত্রা হবার কথা।
কিন্ত সব ঐতিহ্য ও সংস্কৃতিকে এবারে মতো স্থগিত রাখতে বাধ্য হলো জগন্নাথ মন্দির কমিটি। এ বছরে করোনার আবহে মাহেশের রথযাত্রা কি ভাবে হবে তা নিয়ে হুগলির জেলা শাসক ওয়াই রত্নাকর শ্রীরামপুরে স্থানীয় প্রশাসন, মন্দিরের কমিটি ও সেবাইত এর নিয়ে বৈঠক করেন।এই বৈঠকেই সিদ্ধান্ত হয় যে করোনার আবহে শ্রীরামপুরের জগন্নাথ দেবের রথযাত্রা এবারের মত ধুমধাম সহকারে হবে না।
সিদ্ধান্ত হয় স্নান যাত্রা আর বাইরের বেদিতে নয়, মন্দিরের ভেতরেই করা হবে,এবং ২৩ তারিখের রথযাত্রায় জগন্নাথ দেব মন্দিরের বাইরে বেরবে না।
অর্থাৎ ঐ দিন সকাল থেকে মন্দিরে যে নিয়ম আর্চা করা হয় সেটা হবে, এরপরে জগন্নাথ দেবের রথে ওঠার কথা থাকলেও বড় রথে তিনি এবারের মত আর উঠবেন না।নারায়ণ শীলাকেই মন্দির চত্তরের মধ্যেই একটি ছোট্ট রথে করে ঘোরানো হবে।
এ সবই কিন্তু হবে গুটিকয়েক ভক্তের উপস্থিতিতে। অর্থাৎ বিপুল পরিমানে জনসমাগম থেকে বিরত করা হবে এবারের মাহেশের রথযাত্রাকে।সকাল থেকে বিভিন্ন উপাচার যাতে দেখতে পায় তার জন্য বিভিন্ন স্যোশাল মিডিয়া ও সংবাদ মাধ্যমের দারস্থ হচ্ছে মন্দির কমিটি।