আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

গাছ বিক্রির টেন্ডার নিয়ে জল্পনা, বাতিলের পথে টেন্ডার প্রক্রিয়া।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না দুই ব্লকের কাইতি গ্রাম পঞ্চায়েতের গাছ বিক্রির টেন্ডার নিয়ে জোর জল্পনা। কন্ট্রাক্টরদের অভিযোগ, পঞ্চায়েতের পক্ষ থেকে যে টেন্ডার দেওয়া হয়েছে সেখানে গাছের সংখ্যা,এলাকার নাম দেওয়া নেই। এমনকি নির্দিষ্ট সময়ে ফরম পাচ্ছেননা তারা। বিডিও অনিশা যশ এবং মাধব ডিহি থানার ওসির সহযোগিতায় কোনো রকম ভাবে ফর্ম পেলেও পঞ্চায়েতের পক্ষ থেকে খুব একটা সহযোগিতা পাচ্ছেন না বলে জানান কন্ট্রাক্টররা। তাঁদের দাবি, প্রকাশ্য নিলামে টেন্ডার হোক।

 

এই দাবি জানিয়ে এদিন আশেপাশের জেলা থেকে প্রায় 35 থেকে 40 জন কন্ট্রাক্টর কাইতি পঞ্চায়েতের দ্বারস্থ হন। যদিও পঞ্চায়েতের উপপ্রধান শেখ রবিউল হক পুরো বিষয়টিকে স্বীকার করেননি। তিনি জানান, কন্ট্রাক্টররা যা কিছু অভিযোগ করছেন তার সবটাই সত্যিই নয়। বৃষ্টির জলে গাছের গায়ে লেখা নাম্বার উঠে গিয়েছে। টেন্ডার নিয়ে সমস্যা হয়েছিল। এদিন বিডিও অনিশা যশ এসে ফর্ম দিয়ে গেছেন। তাই আপাতত গাছের টেন্ডার স্থগিত রেখে ভুল ভ্রান্তি শুধরে নিয়ে পুনরায় টেন্ডার করার আশ্বাস দিলেন কাইতি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ রবিউল হক।

See also  বর্ধমান কোর্ট চত্বর থেকে বাইক চুরির সন্দেহে শিলিগুড়ির যুবক আটক, পলাতক আরেক সহযোগী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি