কর্তব্যরত অবস্থায় রহস্যজনক ভাবে মৃত্যু হল স্পেশাল ট্রেনের গার্ডের ।মৃতর নাম দেবীপ্রসাদ গঙ্গোপাধ্যায় (৫৭)। তার বাড়ি বীরভূমের নলহাটিতে ।রামপুরহাট – বর্ধমান রেলপথ শাখায় পূর্ব বর্ধমানের আউসগ্রামের ভেদিয়া স্টেশানের কাছ দিয়েই বয়ে গেছে আজয় নদ।রবিবার সকালে সেই অজয় নদের চড়েই পড়ে থাকে স্পেশাল ট্রেনের গার্ড দেবীপ্রসাদ বাবুর মৃতদেহ । ঘটনা জানাজানি হতেই এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।খবর পেয়ে আউসগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে ।ময়নাতদন্তের জন্য মৃতদেহটি এদিনই পাঠানো হয় বর্ধমান হাসপাতাল পুলিশ মর্গে।
স্পেশাল ট্রেনের গার্ডের আশন ছেড়ে দেবীপ্রসাদ বাবুর দেহ অজয় নদের চড়ে মেলা নিয়েই রহস্য দানা বেঁধেছে।আউসগ্রাম থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ।পুলিশ সূত্রে জানা গিয়েছে ,তিন কামরার স্পেশাল ট্রেনটি এদিন ভোর সাড়ে ৫ টা নাগাদ রামপুরহাট স্টেশন ছাড়ে। ডাউন লাইন ধরে ভেদিয়া স্টেশন পৌছানোর আগে ট্রেনের চালক গার্ডের সঙ্গে যোগাযোগ করেন । কিন্তু তিনি গার্ডের কাছ থেকে কোন সিগনাল পান না ।ট্রেন ভেদিয়া স্টেশানে পৌছানোর পরেও চালক ফের একবার গার্ডের সঙ্গে যোগাযোগ চেষ্টা করেন ।কিন্তু চালক গার্ডের তরফে কোন প্রত্যুত্তর পান না ।এরপর চালক ট্রেনটি পিছনের দিকে চালিয়ে নিয়ে যান ।
কিছুটা যাওয়ার পরেই তিনি দেখেন অজয় নদের ৩২ ফুকো রেল ব্রিজের নিচে রেল লাইনের নিচে অজয়ের চড়ে গার্ডের দেহ পড়ে রয়েছে । প্রাথমিক অনুমানে পুলিশ ভেদিয়া স্টেশান আধিকারিকরা মনে করছেন কর্তব্যরত অবস্থায় কোন ভাবে গার্ডের কামরা থেকে পড়ে যায়াতেই গার্ডের মৃত্যু হয়ে থাকতে পারে ।আউসগ্রাম থানার পুলিশের এক কর্তা বলেন ,গার্ড কিভাবে পড়ে গেলেন তা খতিয়ে দেখা হচ্ছে ।পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী এই ঘটনা বিষয়ে বলেন ,‘ গার্ড তার কামরায় একই ছিলেন । এদিন তার মৃতদেহ রেল ব্রিজের নিচে অজয় নদের চড়ে পাওয়া গেছে । কিভাবে এই ঘটনা ঘটলো তা পুলিশ খতিয়ে দেখছে ।