আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বৃদ্ধ বাবাকে প্রাণে মেরে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ছেলে

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান ২৪ মে
মারধর করে বৃদ্ধ বাবাকে প্রাণে মেরে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হল ছেলে ।ধৃতের নাম সুব্রত হালদার।পূর্ব বর্ধমানের জামালপুর থানার আবুজহাটি ২ পঞ্চায়েতের গোপালপুর গ্রামে তার বাড়ি।জামালপুর থানার পুলিশ সোমবার ভোরে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। এই ঘটনার কথা জেনে স্তম্ভিত গোপালপুরের বাসিন্দারা ।
পুলিশ জানিয়েছে, অবিবাহিত যুবক সুব্রতর সঙ্গে তাঁর ষাটোর্ধ্ব বৃদ্ধ বাবা অসিত হালদারেরপ্রায়সই অশান্তি লেগে থাকতো। বৃদ্ধ বাবাকে সে মারধরও করত।এছাড়াও পাড়ার লোকজনের সঙ্গেও নিত্যদিন সুব্রত ঝামেলা অশান্তি করতো বলে অভিযোগ ।
শনিবার সন্ধ্যায়তেও সুব্রত তাঁর বৃদ্ধ বাবাকে মারধোর শুরু করে । মারধোরের সময়ে ছেলে সুব্রত তাঁর বাবাকে জোরে ধাক্কা মারে ।সেই ধাক্কায় বেসামাল হয়ে গিয়ে বৃদ্ধ অসিত বাবু কলতলায় ছিটকে পড়েন ।তাঁর মাথায় গুরুতর চোট লাগে ।আশঙ্কাজনক অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

krishaksetu news bangla

এই ঘটনার বিষয়ে মৃতের দাদার ছেলে অমিত হালদার রবিবার জামালপুর থানায় সুব্রতর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। , পুলিশ কে তিনি জানান ,সুব্রত মানসিক ভারসাম্যহীন। মানসিক ভারসাম্য হারিয়ে সুব্রত তাঁর বাবাকে মারধর করে। তাঁর জেরেই বৃদ্ধ অসিত বাবুর মৃত্যু হয় । এই অভিযোগ পেয়ে পুলিশ জেনেবুঝে মৃত্যু ঘটানোর ধারায় মামলা রুজু করে এদিন ভোরে সুব্রতকে গ্রেপ্তার করে বর্ধমান আদালতে পেশ করে । সিজেএম ধৃতকে ৬ জুন পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ।

 

See also  সালিশী সভায় হাজির না হওয়ায় মারধোর ও খুনের হুমকি-প্রাণ বাঁচাতে ঘর বাড়ি ছাড়লেন বৃদ্ধ দম্পতি ও তাঁর ছেলে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি