আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

এখনও পর্যন্ত কত দান পড়েছে রামলালার নামে?

By krishna Saha

Published :

ram
WhatsApp Channel Join Now

যতদিন যাচ্ছে অযোধ্যার রাম মন্দিরে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে। পুণ্যার্থীরা রামলালার দর্শন করার পাশাপাশি রাম মন্দিরের জন্য দু’হাত উজার করে অনুদান দিচ্ছেন। রামলালার চরণে টাকার পাহাড় জড়ো হচ্ছে প্রায় প্রতিদিন। রাতারাতি লাখপতি রাম মন্দির কর্তৃপক্ষ।
মন খুলে রামলালার চরণে দান করছেন ভক্তরা।অনলাইন এবং অফলাইন, দুই প্রক্রিয়াতেই রাম মন্দিরে অনুদান জমা পড়ছে।

এখনও পর্যন্ত কত দান পড়েছে রামলালার নামে?

রামলালার মন্দির উদ্বোধন হয় ২২ জানুয়ারি। প্রাণ প্রতিষ্ঠার পরদিন অর্থাত্‍ ২৩ জানুয়ারি থেকে সাধারণ ভক্তদের উদ্দেশে মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। সেদিন রামলালার চরণে জমা পড়ে মোট ২ কোটি ৯০ লাখ টাকা অনুদান।

২৪ জানুয়ারি ভক্তরা দান করেন ২ কোটি ৪৩ লাখ টাকা। ২৫ জানুয়ারি অনুদান হিসেবে জমা পড়েছে ৮ লাখ ৫০ হাজার টাকা। সাধারণতন্ত্র দিবসের দিনও সকাল থেকে অযোধ্যায় মানুষের ঢল নামে। সেদিন রামলালার উদ্দেশে অনুদান জমা পড়ে ১৫ লাখ টাকার। এরপর ২৭ জানুয়ারি রাম মন্দির ট্রাস্টে জমা পড়েছে ১৩ লাখ টাকার চেক এবং ৮ লাখ নগদ। ২৮ জানুয়ারি কেবল নগদেই অনুদান এসেছে ১২ লাখ। ২৯ জানুয়ারি ভক্তরা দান করেছেন ৭ লাখ টাকার চেক এবং ৫ লাখ নগদ।

এগুলি ছাড়াও রাম মন্দিরের প্রণামী বাক্সেও প্রতিদিন হাজার হাজার টাকা জমা পড়ছে। অনুমান করা হচ্ছে প্রতিদিন সেই দানপাত্রে ৩ লাখ টাকার অনুদান এসেছে গড় হিসেবে। মন্দিরে মোট ছয়টি প্রণামী কাউন্টার এবং চারটি দানপাত্র রয়েছে।

অর্থাত্‍ ভক্তদের জন্য মন্দিরের দরজা খোলার পর থেকে এখনও পর্যন্ত মোট ৭ কোটি ৫৩ লাখ টাকারও বেশি অনুদান জমা পড়েছে রামলালার নামে।

৯ দিন কত ভক্ত সমাগম হয়েছে অযোধ্যার রাম মন্দিরে?

রাম মন্দিরে সাধারণ মানুষের জন্য দর্শন শুরু হওয়ার পর থেকে বিগত ন’দিনে মোট ১৯ লাখ দর্শনার্থী রামলালার দর্শন করেছেন। প্রতিদিন গড়ে দু’লাখ ভক্ত সমাগম হচ্ছে অযোধ্যার রাম মন্দিরে।

See also  নরেন্দ্র মোদির যত দাড়ি বাড়ছে,তত রান্নার গ্যাস, পেট্রোল ও ডিজেলের দাম বাড়ছে - অনুব্রত মন্ডল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি