অসহায় মানুষের ত্রাতা রূপে এগিয়ে এলো শ্যামসুন্দর রয়েল ক্লাব।পূর্ব বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত শ্যামসুন্দর গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ করল ক্লাবের সদস্যরা। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল ও সয়াবিন। এছাড়াও জনে জনে একটি করে সাবান দেওয়া হয় হাত ধোয়ার জন্য।
ক্লাবের সদস্যরা মোটামুটি সচ্ছল। সংখ্যায় বত্রিশ জন। নিজেদের উদ্যোগে গ্রামের অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর অসামান্য নজির গড়লেন তারা।করোণা মোকাবিলায় লকডাউন এর জেরে কর্মহীন মানুষ গুলো যাতে খেয়ে-পরে বাঁচতে পারে তাই এমন উদ্যোগ। সব মিলিয়ে মোট 162 টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন তারা। শুধু আজ বলে নয়, লকডাউন চলতে থাকলে তারা আবারও সাহায্যের হাত বাড়িয়ে দেবেন দরিদ্র পরিবারগুলি দিকে, জানিয়েছেন ক্লাবের কালচারাল সেক্রেটারি অনিরুদ্ধ চ্যাটার্জী।