আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দিনে দুপুরে শ্যুট আউটের ঘটনা ঘটলো বাঁকুড়ায়।

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মিলন পাঁজা – বাঁকুড়া

 

বাঁকুড়া শহর লাগোয়া কেশিয়াকোল এলাকায় দিনে দুপুরে শুট আউট। একটি বাইকে করে দুজন দুস্কৃতি একটি চার চাকাকে ধাওয়া করে যাওয়ার সময় চার চাকা গাড়িটি লক্ষ করে গুলি ছুঁড়তে শুরু করে ঘটনায় চার চাকায় থাকা বেশ কয়েকজন আহত। আহতদের উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। আহতরা সকলেই পশ্চিম বর্ধমানের গলসীর বাসিন্দা বলে জানা গেছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।

 

 

মঙ্গলবার দুপুরে বাঁকুড়া শহর সংলগ্ন কেশিয়াকোল এলাকার এই ঘটনায় আহত তিন জন। আহতদের পুলিশের পক্ষ থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রের খবর, মঙ্গলবার বাঁকুড়া জেলা আদালতে জামিন পেয়ে একটি ছোটো গাড়িতে চেপে চার জন বাঁকুড়া থেকে বর্ধমানের দিকে যাচ্ছিলেন। সেই সময় বাঁকুড়ার সতীঘাটের কাছে কেশিয়াকোল হনুমান মন্দিরের কাছে তারা পৌঁছাতেই বাইকে চেপে আসা দুই বন্দুকবাজ তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত হন ওই গাড়ির মধ্যে থাকা তিন জন। ঘটনার মুহূর্তের মধ্যে এলাকা ছাড়ে দূস্কৃতিরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন বাঁকুড়া জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা।

 

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর পাশাপাশি দূস্কৃতিদের খোঁজে জেলা শহরের সর্বত্র তল্লাশী শুরু করেছে পুলিশ। অন্যদিকে, পুলিশ সূত্রে খবর, আহতরা বাঁকুড়া শহরের মধ্যেই ঘোরাফেরা করছে, তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। শেষ পাওয়া খবর পর্যন্ত এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কাওকেই আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।

 

 

ওই গাড়িতে থাকা বর্ধমান জেলা আই.এন.টি.টি.ইউসি-র সম্পাদক নূর মহম্মদ শাহ্ বলেন, মোটর বাইকে দু’জন তাদের গাড়িকে ধাওয়া করে গুলি চালিয়েছে। প্রায় ছ’রাউণ্ড গুলি চলেছে বলেও তিনি দাবি করেন।

See also  মাথা থেঁতলে দিয়ে মাকে খুন করে দেহ আগলে বসে থাকলো ছেলে-চাঞ্চল্য আউশগ্রামে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি