আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

জাতীয় পুরস্কারে প্রথমবারের মতো সম্মানিত শাহরুখ খান ও বিক্রান্ত, সেরা অভিনেত্রী রানি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বলিউডের রাজারাজেশ্বর তিনি। অগণিত অনুরাগীর হৃদয়ে রাজত্ব করেন। অসংখ্য পুরস্কারে ভূষিত হলেও এতদিন পর্যন্ত জাতীয় পুরস্কার ছিল অধরা। এবার সেই গর্বের আসন দখল করলেন শাহরুখ খান। “জওয়ান” ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি অর্জন করলেন সেরা অভিনেতার সম্মান। তবে একা নন, ‘টুয়েলভথ ফেল’ সিনেমার মাধ্যমে দর্শকের মন ছুঁয়ে ফেলা বিক্রান্ত মাসেও যৌথভাবে পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার। এদিকে সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন রানি মুখোপাধ্যায়, তাঁর অসাধারণ পারফরম্যান্সের জন্য ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবিতে।

তিন দশকেরও বেশি সময় ধরে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন শাহরুখ। কখনও “রাহুল” হয়ে বলেছেন, “কুছ কুছ হোতা হ্যায়”, আবার কখনও অ্যাকশনের ঝড় তুলে মাত করেছেন সিনেমা হল। যদিও কেরিয়ারের একপর্যায়ে তাঁর বেশ কিছু সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ‘জিরো’ ছবির পর প্রায় চার বছর বিরতিতে ছিলেন তিনি। তবে প্রত্যাবর্তনে তিনি যেন রাজকীয়ভাবেই ফিরেছেন। ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’ – টানা সাফল্যের পর এবার ‘জওয়ান’ ছবির জন্য এল বহু প্রতীক্ষিত জাতীয় স্বীকৃতি। বলা চলে, শাহরুখের চলচ্চিত্রজীবন এবার সম্পূর্ণতা পেল।

৭১তম জাতীয় পুরস্কারের আসরে শাহরুখের সঙ্গে মঞ্চে থাকবেন বিক্রান্ত মাসেও। ‘টুয়েলভথ ফেল’ সিনেমায় একটি দরিদ্র পরিবারের ছেলের সংগ্রাম আর জয়ের গল্প ছুঁয়ে গিয়েছিল দর্শকের হৃদয়। বিক্রান্তের অভিনয়ে ছিল আবেগ আর বাস্তবতার নিখুঁত মেলবন্ধন, যার ফলস্বরূপ এল এই জাতীয় স্বীকৃতি। অন্যদিকে, ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’-তে এক মায়ের চরিত্রে রানির আবেগঘন অভিনয়ও প্রশংসিত হয়েছে সর্বত্র।

এক নজরে জাতীয় পুরস্কারপ্রাপ্তদের তালিকা দেখে নিন:

সেরা ফিচার ফিল্ম – টুয়েলভথ ফেল
সেরা অভিনেত্রী – রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)
সেরা অভিনেতা- শাহরুখ খান (জওয়ান), বিক্রান্ত মাসে (টুয়েলভথ ফেল)
সেরা পরিচালক- সুদীপ্ত সেন (দ্য কেরালা স্টোরি)
সেরা গায়িকা- শিল্পা রাও, ছলেয়া (জওয়ান)
সেরা গায়ক- পিভিএন এস রোহিত প্রেমিসথুন্না (বেবি)
সেরা পপুলার ফিল্ম- রকি অউর রানি কি প্রেম কাহানি
সেরা সমাজ সচেতনতামূলক সিনেমা- সাম বাহাদুর
সেরা বাংলা ছবি- ডিপ ফ্রিজ
সেরা হিন্দি ছবি- কাঠাল: আ জ্যাকফ্রুট
সেরা কোরিওগ্রাফি- ঢিন্ডোরা বাজে রে! (রকি অউর রানি)
সেরা লিরিকস- বালাগাম (ওরু পাল্লেতুরু)
সেরা সঙ্গীত পরিচালনা- ভাতি (তামিল)
সেরা আবহ সঙ্গীত- অ্যানিম্যাল
সেরা মেকআপ- শ্রীকান্ত দেশাই (সাম বাহাদুর)
সেরা পোশাকশিল্পী- শচীন লোভালেকর, দিব্যা গম্ভীর, নিধি গম্ভীর (সাম বাহাদুর)
সেরা প্রোডাকশন ডিজাইন- এভরিওয়ান ইজ আ হিরো (মোহনদাস)
সেরা সম্পাদনা- পোক্কালাম
সেরা সাউন্ড ডিজাইন- অ্যানিম্যাল
সেরা চিত্রনাট্য- বেবি (তেলুগু)
সেরা সংলাপ- সির্ফ এক বান্দা কাফি হ্যায়
সেরা সিনেম্যাটোগ্রাফি- দ্য কেরালা স্টোরি
সেরা অ্যাকশন পরিচালক- হনু-মান (তেলুগু, স্টান্ট কোরিওগ্রাফি)

See also  সৌন্দর্যের দিক থেকে ঐশ্বর্য রাইকেও টেক্কা দেবে মিঠুন চক্রবর্তীর মেয়ে, কুড়িয়ে পেয়েছিলেন আবর্জনার স্তূপ থেকে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি