৩৩ বছরের দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য সম্মান নিজের ঝুলিতে ভরেছেন শাহরুখ খান। তবে এত কিছুর পরও জাতীয় পুরস্কার ছিল তাঁর অধরা স্বপ্ন। অবশেষে সেই প্রত্যাশা পূরণ হলো। ৭১তম জাতীয় পুরস্কারে সেরা অভিনেতার সম্মান পেলেন বলিউডের বাদশা। ব্লকবাস্টার ‘জওয়ান’-এর জন্যই এই প্রাপ্তি। শাহরুখের সাফল্যে দেশজুড়ে উচ্ছ্বাস, ভক্তদের ভালবাসায় ভরে উঠেছে চারদিক। এবার অপেক্ষা শুধু পুরস্কার হাতে নেওয়ার মুহূর্তের।
আসছে ২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকেল ৪টায় নয়াদিল্লিতে জমকালো রেড কার্পেট আয়োজনে অনুষ্ঠিত হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মান নেবেন সেরাদের সেরা তারকারা। শাহরুখ খানের পাশাপাশি সম্মানিত হবেন বাংলার কন্যা রানি মুখোপাধ্যায়ও। তাঁর ঝুলিতে এসেছে সেরা অভিনেত্রীর পুরস্কার, ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’-এর জন্য। একই মঞ্চে সেরা অভিনেতার পুরস্কার নিতে উঠবেন বিক্রান্ত মাসে। ‘টুয়েলভথ ফেল’-এ এক দরিদ্র পরিবারের ছেলের সংগ্রামী জীবনের গল্প ফুটিয়ে তুলে দর্শকদের আবেগে ভাসিয়েছিলেন তিনি।

উল্লেখযোগ্য, শাহরুখ তাঁর কেরিয়ারে একদিকে যেমন ‘রাহুল’ হয়ে বলেছেন, ‘কুছ কুছ হোতা হ্যায়’, তেমনই আবার অ্যাকশন হিরো হয়ে মাতিয়েছেন প্রেক্ষাগৃহ। তবে একসময় বক্স অফিসে টানা ব্যর্থতার পর ‘জিরো’-র পরে চার বছরের বিরতি নিয়েছিলেন। ফেরার পর ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’—সব একের পর এক সুপারহিট। আর ‘জওয়ান’-এর সাফল্যেই এবার তাঁর হাতে জাতীয় পুরস্কারের সম্মান, যা পূর্ণ করল বাদশার দীর্ঘ কেরিয়ারকে।