মহঃ সফিউল আলম ( বীরভূম ) :- বীরভূম জেলার রাজনগরে সত্যসাই সেবা সংস্থার মানবিক প্রয়াস — স্বেচ্ছায় রক্তদান শিবির৷ সত্যসাই বাবার শুভ জন্মদিন উপলক্ষে রাজনগর বড়বাজার দুর্গা মন্দির সংলগ্ন স্থানে উক্ত শিবিরের আয়োজন করা হয়৷ ওই দিন সকাল থেকে সেবা সংস্থার কর্ম কর্তা প্রতিনিধিদের ব্যস্ততা ও তৎপরতা বিশেষ ভাবে চোখে পড়ে৷ নেওয়া হয় আরও কিছু সেবা মূলক কর্মসূচী৷
রক্তদাতাদের ও অনুরাগীদের আপ্যায়িত করা হয়৷ বিভিন্ন প্রান্তের অসংখ্য তরুণ যুবা এদিন আয়োজকদের আহ্বানে সাড়া দিয়ে রক্ত দান করার লক্ষ্যে স্বেচ্ছায় এগিয়ে আসেন৷ রক্ত সংগ্রহ ও সংরক্ষণের উদ্দেশ্যে সিউড়ি সদর হাসপাতাল থেকে স্বাস্থ্য বিভাগের টিম ও গাড়ি এসে পৌঁছয় শিবির শুরুর প্রাক্কালে৷ এমন শুভ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে৷
জানা গিয়েছে, বছরের বিভিন্ন সময়ে এই সেবা সংস্থা এলাকায় তথা জেলা, রাজ্য এমনকি দেশের বিভিন্ন প্রান্তে রক্তদান শিবির, চিকিৎসা শিবির, বিনা মূল্যে ঔষধ বিতরণ, সাফাই অভিযান প্রভৃতি সেবা মূলক কর্মসূচী গ্রহণ করে থাকে৷ সত্যসাই বাবার আদর্শকে সামনে রেখে ভক্ত ও সেবা দলের কর্মীরা এভাবেই সমাজ সেবার কাজে নিজেদের সমর্পণ করেছেন বলে জানান ভক্ত ও বাসিন্দারা৷