অরিজিৎ মাইতি ( পূর্ব মেদিনীপুর ) :- রবিবার ময়না পি সি রায় সায়েন্স সোসাইটির পক্ষ থেকে, মহান মানবতাবাদী বিজ্ঞানী অাচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬০ তম জন্মজয়ন্তী উপলক্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা। অালোচনা সভা এবং চারাগাছ প্রদানের অনুষ্ঠান সম্পন্ন হয়। বিভিন্ন স্কুল থেকে ৪০ জন ছাত্র ছাত্রী সহ প্রায় ৬০ জন এই অনুষ্ঠানে উপস্থিত হয়।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির জেলা সম্পাদক সুমন্ত সী। এছাড়াও বক্তব্য রাখেন নিবেদিতা শিশু শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক অশোক মাইতি, শিক্ষিকা তপতী কুইলা, ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির জেলা সহ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায়, ময়না পি সি রায় সায়েন্স সোসাইটি র যুগ্ম সম্পাদক সুরজিৎ দাস।
সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষক দীপক ঘোড়াই। সুমন্ত সী বলেন, “অাজকে বিজ্ঞান এর নামে যে অবিজ্ঞানের চর্চা চলছে, বিজ্ঞানী অাচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের শিক্ষা অনুসারে তার বিরুদ্ধে লড়াই করতে হবে। সমাজে বিজ্ঞান মনষ্কতা গড়ে তোলার অাহ্বান জানান তিনি। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রিয়ব্রত দাস।