আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আরামবাগ মহকুমার মানচিত্রে একটি দর্শনীয় স্থান হিসেবে নিজের জায়গা করে নিয়েছে এই দ্বিতীয় তারাপীঠ মন্দির।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

হুগলির গোঘাটের কুমারগঞ্জ অঞ্চলের পান পাতা গ্রামে দ্বিতীয় তারাপীঠ মন্দির তারা মায়ের ধামে বছরের প্রথম দিনে ভক্তদের ভিড় লক্ষ্য করা গেলো। কুমারগঞ্জ অঞ্চলে পানপাতা গ্রামে তারাপীঠ মন্দিরের আদলে নির্মিত মন্দির দ্বিতীয় তারাপীঠ ধাম হিসেবেই পরিচিত। ইতিমধ্যেই সেই মন্দির প্রতিষ্ঠা হয়ে গিয়েছে এবং মা তারার মূর্তি সহ আরো দেবদেবীদের মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে।

পহেলা বৈশাখ উপলক্ষ্যে সকল ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ তাদের মনস্কামনা পূর্ণের আশায় সকাল থেকেই মন্দিরে ভিড় জমিয়েছেন। আজ সারাদিনব্যাপী মা তারার বিশেষ পুজোপাট হয়। এছাড়া অন্ন ভোগ খাওয়ানো হয়। আজ সারাদিন ধরে চলে পুজোপাঠ এবং সারাদিনই ভক্তদের আনাগোনা লেগেই রয়েছে পানপাতা গ্রামের এই দ্বিতীয় তারাপীঠ মন্দিরে।

নিঃসন্দেহে তারামায়ের ভক্তদের মধ্যে একটা আবেগ তৈরি করছে এই মন্দির। বর্তমানে দাঁড়িয়ে আরামবাগ মহকুমার মানচিত্রে একটি দর্শনীয় স্থান হিসেবে নিজের জায়গা করে নিয়েছে এই দ্বিতীয় তারাপীঠ মন্দির।

See also  বাঙালদের জন্যই পুরসভা এলাকায় পদ্ম কাঁটায় বিদ্ধ হয়েছে তৃণমূলকে -বিস্ফোরক দাবি বর্ধমানের তৃণমূল জেলা সভাপতির

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি