আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

লকডাউনের মাঝে বিদ্যালয়ে চুরি

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ইমতিয়াজ আলী ( কাঁকসা ) :- কাঁকসার ত্রিলোকচন্দ্র পুর জরিলাল স্মৃতি বিদ্যালয়ে ফের ঘটল চুরির ঘটনা।বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীরা অফিসের গেটের তালা ভেঙ্গে তিনিটি কম্পিউটার স্ক্যানার ও প্রিন্টার নিয়ে চম্পট দেয়।পরদিন সকালে বিদ্যালয়ের এক অস্থায়ী কর্মীর বিষয়টি নজরে এলে প্রধানশিক্ষিক কে ঘটনার কথা জানান।প্রধানশিক্ষক ও করনিক বিদ্যালয়ে এসে দেখেন অফিসের তালা ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে।সেই সঙ্গে চুরি গিয়েছে কম্পিউটার প্রিন্টার ও স্ক্যানার সহ অন্যান্য জিনিসপত্র।

ঘটনার কথা কাঁকসা থানায় জানালে পুলিশ এসে তদন্ত শুরু করে।এর আগেও একাধিক বার বিদ্যালয়ে চুরি র্ঘটনা ঘটেছে।প্রধান শিক্ষক সুজন সোম জানান বিদ্যালয়ের অফিসিয়াল যাবতীয় কাজ করা হত এই কম্পিউটার গুলিতে।ছাত্রছাত্রীদের মূল্যবান তথ্য সব খোয়া গেল।এখন কি করে সেগুলি উদ্ধার হবে তা বড়ই দুশ্চিন্তার।এছাড়া জানা গেছে বিদ্যালয়ের মিড ডে মিলের গোডাউনের তালা ভাঙা হয়েছে।সেই সঙ্গে জিমসেন্টার ও লাবরোটারির চাবি নিয়ে পালিয়েছে চোরেরা।বিদ্যালয়ে কোন নাইটগার্ড না থাকায় কার্যত লকডাউনে অনায়াসে চুরি করে দুষ্কৃতীরা।বার বার চুরির ঘটনায় কার্যত হতাশ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষাকর্মী থেকে ছাত্রছাত্রী সকলেই।চুরির ঘটনায় যাতে দুষ্কৃতীরা ধরা পরে তার জন্য সরব হয়েছেন সকলেই।

See also  গেম খেলার সময় দুস্কৃতিদের ভোজালির ঘায়ে আহত যুবক, গ্রেপ্তার যুবক

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি