ওভার ব্রিজের দাবিতে পথ অবরোধে বসলো স্কুল পড়ুয়ারা। পূর্ব বর্ধমানের বর্ধমান ১ ব্লকের বেলকাশ অঞ্চলের জাতীয় সড়ক (এনএইচ)-এ সোমবার সকাল থেকে এই অবরোধে সামিল হয় এলাকার স্কুলপড়ুয়ারা। দীর্ঘদিনের দাবি পূরণ না হওয়ায় ক্ষোভ উগরে দেয় তারা। প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা ধরে চলে এই বিক্ষোভ এবং পথ অবরোধ। এর জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। চরম ভোগান্তির মুখে পড়েন পথচলতি সাধারণ মানুষ ও নিত্যযাত্রী বাসযাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ শেষ হলেও এলাকাবাসীর বহুবার দাবি সত্ত্বেও এখনও তৈরি হয়নি ওভার ব্রিজ। ফলে রাস্তা পারাপারে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে হয় স্থানীয় মানুষজন ও স্কুলের পড়ুয়াদের। বিশেষ করে সকাল ও দুপুরে স্কুল চলাকালীন সময়ে জাতীয় সড়ক পার হওয়া কার্যত মৃত্যুর ঝুঁকি নিয়ে চলাফেরা করার সমান বলেই অভিযোগ অভিভাবকদের।
উল্লেখযোগ্যভাবে, ২০২২ সাল থেকে একাধিকবার এই ওভার ব্রিজ তৈরির দাবি জানানো হলেও ২০২৫ সালের মধ্যভাগে এসেও তার বাস্তবায়ন হয়নি। স্থানীয় প্রশাসন, পঞ্চায়েত এবং জেলা স্তরে বারবার দরবার করেও মিলছে না কোনও স্থায়ী সমাধান। এলাকার মানুষের দাবি, পাশের একটি বিকল্প রাস্তা থাকলেও বর্ষার সময়ে সেটি জলে ডুবে থাকে, কাঁদায় চলাচল করা অসম্ভব হয়ে দাঁড়ায়। ফলে বহু পড়ুয়া স্কুলে পৌঁছাতে না পেরে মাঝপথ থেকেই ফিরে আসে। এই অব্যবস্থা থেকে বাঁচতেই সোমবার পথে নামতে বাধ্য হয় স্কুলপড়ুয়ারা।
অবরোধের জেরে তীব্র যানজট তৈরি হয় বেলকাশ সংলগ্ন এলাকা জুড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান বর্ধমান ১ ব্লকের বিডিও, পঞ্চায়েত প্রধান ও স্থানীয় থানার আইসি। তাঁরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানে আশ্বাস দেন। অবশেষে প্রশাসনের আশ্বাসে উঠে যায় অবরোধ।
এই ঘটনার মাধ্যমে ফের একবার সামনে উঠে এল জেলার পরিকাঠামোগত সমস্যার চিত্র। উন্নয়নের দাবি নিয়ে যেখানে বারবার কথা বলা হয়, সেখানে বাস্তবে এমন পরিস্থিতি সাধারণ মানুষকে কতটা বিপন্ন করে তুলছে, তা এই ঘটনার মাধ্যমে পরিষ্কার হয়ে গেল।