প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান ৫ ডিসেম্বর
পঞ্চায়েত ভোট অবাধ ও শান্তিপূর্ণ হবে বলে প্রতিনিয়ত বলে চলেছেন তৃণমূল কংগ্রেসের
সেকেন্ড ইন কমাণ্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তবুও রাজ্যের বিভিন্ন জেলা ও ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব পঞ্চায়েত ভোটে বিরোধীদের
টাইট দেওয়ার নানা নিদান দিয়ে চলেছেন
প্রকাশ্য জনসভা মঞ্চ থেকে।ওই সব নেতাদের
উদ্দেশ্যে রবিবার কড়া বার্তা দিলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ ।
একই সঙ্গে তিনি হুমকি শাসানি ও নানা নিদান দিয়ে চলা তৃণমূল কংগ্রেসের নেতাদের স্নরণ
করিয়ে দেন,’এইসব বরদাস্ত করা হবে না। দলে বাপেরও বাপ রয়েছে’।যদিও বিজেপি নেতৃত্ব
দাবি করেছেন,’সবটাই পরিকল্পিত নাটক।
দাতা লালন মিলন মেলা কমিটি ও তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে পূর্ব বর্ধমানের আউশগ্রামের গেঁড়াই এলাকায় ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। এদিন সেই টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচে আমন্ত্রিত অতিথি হিসাবে মাঠে উপস্থিত হন সায়ণী ঘোষ । ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন
সায়নী।তাঁকে বলা হয় নদীয়ার চাপড়ার ব্লক
তৃণমূল কংগ্রেস সভাপতি সুকদেব ব্রহ্ম। তিনি প্রকাশ্য জনসভা মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন,“পঞ্চায়েত ভোটের দিন
সিপিএম ও বিজেপিকে ঘর থেক বার হতে দেব না।ওদের ঘরবন্দী করে রাখবো“।
দল
এই নিয়ে কি ভাবছে তা সায়নী ঘোষের কাছে
জানতে চাওয়া হলে তিনি বলেন,’এইসব বড় বড় কথা যাঁরা বলছেন তাঁরা নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকেও বড় নেতা ভাবছেন।যাঁরা নিজেদের কে দলের থেকেও বড় মনে করবেন তাঁদের ক্ষেত্রে মানুষ অবদি সূযোগ যাবে না । দলই ঠিক সময়ে তাঁদেরকে বসিয়ে দেবে’ । একই সঙ্গে সায়নী স্নরণ করিয়ে দিয়ে বলেন, “দেখছেন তো অভিষেক দা যাবার পরেই এদিন পঞ্চায়েত প্রধান ,উপপ্রধান ও অঞ্চল সভাপতিকে পদ থেকে ইস্তফা দিতে হয়েছে ।
কেউ যদি ভাবে আমি তৃণমূল করি , তৃণমূল
আমাদের জায়গা দিয়েছে । কিন্তু আমরা
আমাদের লিডারের কথা অমান্য করে ,
প্রশাসনকে অমান্য করে ধমকি দেব ধামকি দেব ,সেই সব চলবে না ।তার যেন মাথায় রাখেন বাপেরও বাপ আছে“ ।
এই বিষয়ে জেলা বিজেপির সহ সভাপতি
সৌম্যরাজ বন্দ্যেপাধ্যায় বলেন,’দিকে দিকে
তৃণমূল কংগ্রেসের নেতারা পঞ্চায়েত ভোটের
প্রাক্কালে হুমকি শাসানি দিয়ে চলেছেন। এইসব
ব্যাপারে তৃণমূলের শীর্ঘ নেতারা কিছু জানেন না এমনটা হতে পারে না।তৃণমূলের শীর্ষ নেতৃত্বের পরিকল্পিত চিত্রনাট্য মাফিকই সব তৃণমূলের নেতারা নাটক করছেন’।