রাত পোহালেই এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ। টিম ইন্ডিয়ার একাদশ নিয়ে অনেকেই কৌতূহল প্রকাশ করছেন। প্রধান প্রশ্ন—সঞ্জু স্যামসন কি সুযোগ পাবেন, নাকি ওপেনিংয়ে ভরসা থাকবে গৌতম গম্ভীরের জিতেশ শর্মার উপর? ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যেভাবে উত্তর দিয়েছেন, তাতে ধোঁয়াশা বজায় রয়েছে।
সঞ্জুকে নিয়ে সূর্য বলেছেন, “আমরা সব দিক দিয়ে সঞ্জুর খেয়াল রাখছি। চিন্তা করবেন না। আমরা কাল সঠিক সিদ্ধান্তই নেব।” অর্থাৎ সঞ্জু খেলবেন কি না তা নির্ভর করছে সূর্যর ‘সঠিক সিদ্ধান্ত’-এর উপর।

যদি সঞ্জু না খেলেন, তখন সুযোগ পেতে পারেন জিতেশ। অধিনায়ক তাঁর প্রশংসা করতে ছাড়েননি। সূর্য বলেছেন, “আমরা ওকে বলেছি, সামনে কী আছে, তা নিয়ে না ভাবতে। নিজের রাস্তা অনুসরণ করো। এখন ও সম্পূর্ণ অন্য ধাঁচের প্লেয়ার হয়েছে। যেভাবে ও আইপিএলে পারফর্ম করেছে, ঘরোয়া ক্রিকেটে খেলেছে। সব জায়গায় জিতেশ ভালো খেলেছে। তাই ও নিজের জায়গা অর্জন করেছে।” অর্থাৎ জিতেশকে খেলানোর সম্ভাবনা এখনো রয়ে গেছে।
এশিয়া কাপের দল ঘোষণার পর থেকেই সঞ্জুর খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। টি-টোয়েন্টিতে নিজের জায়গা ধরে রাখতে অনেক মেহনত করতে হয়েছে সঞ্জু স্যামসনকে। শেষ ১০ ইনিংসের মধ্যে তিনটি সেঞ্চুরি করেছেন তিনি। সম্প্রতি কেরালা ক্রিকেট লিগে ৫ ইনিংসে ৩৬৮ রান করেছেন। এরপরও, শুভমান গিলের দলভুক্তির কারণে ওপেনিংয়ে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকের ধারণা, অভিষেক শর্মার সঙ্গে ওপেন করবেন শুভমান গিল, আর জিতেশ লোয়ার অর্ডারে খেলবেন। অনুশীলনের ছবি দেখে সেটাই মনে হচ্ছে।