সন্দেহের জেরে ঘুমন্ত অবস্থায় মাথায় শাবলদিয়ে আঘাত করে নিজের স্ত্রীকে খুন করার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে।,ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমান জেলার কালনার ইসুব পুর দুর্লব পাড়া গ্রামের।,ঘটনার পর অভিযুক্ত স্বামী বিজু বিশ্বাসকে এদিন গণ পিটুনি দিয়ে বুলবুলিতলা ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত গ্রামবাসীরা।,দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে কালনা মহকুমা হসপিটালে পাঠায় কালনা পুলিশ,।
,খুন করার পর গ্রামের এক সিভিক ভোলেন্টরারির বাড়িতে গিয়ে আত্বসমর্পন করে অভিযুক্ত, ।তার কয়েক ঘন্টার পর এ বিষয়টি জানাজানি হওয়ায় সিভিক ভোলেন্টরারির বাড়ি থেকে বেরকরে গণ ধোলাই দেয়া উত্তেজিত জনতা।
,সঙ্গে সঙ্গে ঘটনা স্থলে হাজির হয় বুলবুলিতলা ফাঁড়ির পুলিশ,।তার হাতে তুলেদেয় অভিযুক্তকে,বধূর বাড়িথেকে দেহ উদ্ধার ময়না তদন্তের জন্যে কালনা মহকুমা হসপিটালের মর্গে পাঠায় কালনা পুলিশ।