আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পাক দুর্গা পূজার মুহূর্তে তুলে দেওয়া হবে সমাজ যোদ্ধা সম্মান

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বাঁকুড়া জেলার ইন্দাস থানার আকুই ইউনিয়ন হাই স্কুলে আগামী ২৯ শে সেপ্টেম্বর দুর্গাপূজার প্রাক মুহূর্তে সমাজ যোদ্ধা সম্মান জ্ঞাপনের আয়োজন করলেন বিশিষ্ট সমাজসেবী অভিষেক দাঁ।
কিন্তু হঠাৎ কেন এই আয়োজন? সমাজের জন্য যারা কাজ করে তারাই হলেন আসল সমাজ যোদ্ধা। কেউ পরোক্ষভাবে কেউ আবার প্রত্যক্ষভাবে কাজ করে চলেছেন অবিরত। টোটো চালক যারা টোটো চালিয়ে নিজেদের সংসার প্রতিপালন করছেন, অন্যদিকে যারা কাগজ কিংবা প্লাস্টিকের বোতল কুড়িয়ে তা বিক্রি করে অর্থ উপার্জন করে তারাও কিন্তু সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কাজ করছে।

অন্যদিকে সাংবাদিকরা তারাও রোদ বৃষ্টি ঝড় মাথায় করে সারাদিন ধরে সংবাদ সংগ্রহ করে সাধারণ মানুষের সামনে পৌঁছে দিচ্ছেন। সমাজের এই সকল স্তরের মানুষগুলিকে যদি সম্মান জ্ঞাপন করা যায় তাহলে তাদের নিজেদের কাজের প্রতি উৎসাহ পূর্বের তুলনায় আরো বৃদ্ধি পাবে। পাশাপাশি বিশেষ সম্মানের সম্মানিত হবেন তারা।। শ্রদ্ধা জানানো হবে তাদের কাজের প্রতি। গতবারেও এই সম্মান দেওয়ার আয়োজন করেছিলেন বিশিষ্ট সমাজসেবী অভিষেক দাঁ।


কিন্তু সেই সময় বহু মানুষকে সম্মান জ্ঞাপন করা সম্ভব হয়নি তাই এবছর তাদের সম্মান জানানো হবে। তাদের মধ্যে যেমন রয়েছেন টোটো চালক, রিপোর্টার ,পরিবেশ পরিষ্কারক ,কৃষক যারা উচ্ছিষ্ট খাবার থাকা পরিষ্কার করেন, এবং কিছু প্রতিবন্ধীদের দেওয়া হবে সমাজ বন্ধু পুরস্কার। একই দিনে একটি রক্তদান শিবির আয়োজিত হবে। তাই সকলে যাতে স্বেচ্ছায় সেখানে রক্ত দান করেন সেই আহ্বান জানান বিশিষ্ট সমাজসেবী অভিষেক দাঁ।

See also  কিশোর আত্মঘাতী হওয়া কিশোরীর উপর বর্বরোচিত নির্যাতন - গ্রেপ্তার ৭ মহিলা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি