আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সমবায় নির্বাচনে জোর প্রস্তুতি, তৃণমূল মনোনীত প্রার্থীদের জয় নিশ্চিত করতে আহ্বান বিধায়কের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

আসন্ন হরকালী সমবায় সমিতির নির্বাচনকে ঘিরে দলের কর্মীদের নিয়ে প্রস্তুতি সভা করলেন মন্তেশ্বরের বিধায়ক ও রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। মেমারি দুই ব্লকের সাতগেছিয়া এক গ্রাম পঞ্চায়েত এলাকায় তিনি এই সভায় উপস্থিত ছিলেন।সভায় তিনি তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করতে কর্মীদের আহ্বান জানান। পাশাপাশি, এলাকার চাষি ভাইদের উদ্দেশ্যে অনুরোধ করেন, যেন উন্নয়নের স্বার্থে তৃণমূল প্রার্থীদের সমর্থন করেন। পাশাপাশি যাঁরা সমবায় থেকে ঋণ নিয়েছেন, তাঁদের দ্রুত ঋণ পরিশোধ করার বার্তাও দেন তিনি।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি হরিসাধন ঘোষ, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গফফর মল্লিক, অঞ্চল সভাপতি ও সমিতির কর্মাধ্যক্ষ মুকুল সাহা, কৃষি কর্মাধ্যক্ষ দীনবন্ধু পাল, উপপ্রধান গোলাম মোস্তফা, ব্লক আইএনটিটিইউসি সভাপতি গুরু প্রসন্ন ঘোষ, নন্দিতা হাজরা-সহ দলীয় নেতৃত্ব ও অসংখ্য কর্মী। সভা থেকে একুশের লক্ষ্যে দলীয় ঐক্য ও সংগঠনের জোরদার বার্তাই দিলেন বিধায়ক।

See also  রায়না এবং খণ্ডঘোষ বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী বাসুদেব খাঁ এবং অসীমা রায়ের সমর্থনে বিশাল পথসভা আয়োজন করা হয়

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি