আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সাধন শুন্য মানিকতলা

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রথীন রায়: – শীতের শেষে, বসন্তের শুরুতেই বিপর্যয় নিত্যদিন ! না জানি পাতাঝরার দিনগুলিতে কত আপনজন কে হারাতে হবে আমাদের ! রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল ! ইতিমধ্যেই টুইটে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও অন্যান্য রাজনৈতিক নেতারা ! রবিবারই বিমানে মুম্বই থেকে কলকাতায় নিয়ে আসা হবে সাধন পাণ্ডের মরদেহ ! বিমানবন্দরে থাকবেন সুজিত বসু, শশী পাঁজা ও দলীয় নেতৃত্ব ! দেহ রবিবার রাতে রাখা হবে পিস হাভেনে !

 

সাধন পাণ্ডের স্মৃতিচারণা করেছেন তৃণমূলের মিডিয়া কো-অর্ডিনেটর কুণাল ঘোষ ! তিনি বলেন, সাধন দা-ই আমাকে নিয়ে গিয়েছিল মমতাদির কাছে ! কোনওদিনও হারতে দেখিনি একবার ছাড়া ! ২০০১ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করেছেন ! খড়দহের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “ক্রেতা সুরক্ষা দপ্তরকে সাধন অন্যমাত্রায় নিয়ে গিয়েছিল ! ভাবতেই পারছি না ও নেই, অদ্ভুত শূন্যতা তৈরি হল ! বিজেপি নেতা দিলীপ ঘোষও দুঃখপ্রকাশ করেছেন ! সাধন কন্যা শ্রেয়া জানিয়েছেন, এক সপ্তাহ ধরেই তাঁর বাবার শারীরিক অবস্থার অবনতি হয়েছিল ! তবু লড়াই করছিলেন তিনি !

 

রবিবার সকালে থমকে গেল সেই লড়াই ! ইতিমধ্যেই টুইটে দুঃখপ্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ! সাধন পাণ্ডের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি ! সেই সঙ্গে মানিকতলায় কে হবেন সাধনের উত্তরসূরি, তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে ! স্বাভাবিক ভাবে এই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন তাঁর কন্যা শ্রেয়া ! পিতার অনুপস্থিতিতে মানিকতলা বিধানসভার যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন শ্রেয়া ! নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করে সংগঠন সামাল দেওয়া থেকে শুরু করে বিধায়ক পিতার হয়ে এলাকাবাসীকে পরিষেবা পৌঁছে দেওয়ার যাবতীয় দায়িত্ব পালন করেছিলেন তিনি ! গত বছর ২১ জুলাইয়ের ভার্চুয়াল শহিদ দিবসের সমাবেশ হোক বা ২৮ অগস্টের ছাত্র পরিষদের ভার্চুয়াল সভা, সব কিছুতেই মানিকতলা তৃণমূলের নেতৃত্বে দেখা গিয়েছে শ্রেয়াকে !

 

লাগাতার মানিকতলার জনতাকে পরিষেবা দেওয়ার পাশাপাশি বাবার অনুগামীদের নেতৃত্ব দিয়ে দলীয় দ্বন্দ্ব রোখার চেষ্টার কারণেই বাবার আসনে শ্রেয়ার প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রবল ! তবে যত দিন না উপনির্বাচন ঘোষণা হচ্ছে, তত দিন এ বিষয়ে মুখ খুলতে চান না শ্রেয়ার অনুগামীরা ! উত্তর কলকাতা তৃণমূলের এক প্রবীণ নেতার কথায়, ‘‘শ্রেয়া মানিকতলা সামলানোর পাশাপাশি, যে ভাবে মানিকতলা, বরতলা, বেলেঘাটা এলাকায় দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কমাতে উদ্যোগী হয়েছে, তাতে সাধনদার জায়গায় শ্রেয়া প্রার্থী হলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না” ! এলাকায় ভাবমূর্তি যথেষ্ট রয়েছে সে বিষয়ে সন্দেহ নাই !!

See also  এক ক্লিকে দেখে নিন পূর্ব বর্ধমানের আজকের করোনা আক্রান্তের সংখ্যা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি