মুর্শিদাবাদ :- এবার উচ্চমাধ্যমিকে ৪৯৯ নম্বর পেয়ে জেলার নাম উজ্জ্বল করলো মুর্শিদাবাদের কান্দির রুমানা সুলতানা। কান্দির রাজা মণীন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের পড়ুয়া রুমানা সুলতানা ২০১৯ সালে মাধ্যমিক পরীক্ষায় ৬৮৭ নম্বর পেয়ে রাজ্যে পঞ্চম স্থান অর্জন করে। এরপর আবার ২০২১ সালে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করায় স্বভাবতই খুশির হাওয়া মুর্শিদাবাদের কান্দি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড জুড়ে। উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হতেই কান্দি পৌরসভার পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হচ্ছে রুমানাকে। আগামী দিনে বিজ্ঞানী হতে চায় রুমানা। রুমানার সাফল্যে যারপরনাই খুশি রুমানার পরিবার থেকে শুরু করে কান্দি শহর বাসি।
অন্যদিকে, রুমানার সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরি। সোশ্যাল মিডিয়ায় করা পোস্টে অধীরবাবু লিখেছেন, “মুর্শিদাবাদের তথা বাংলার আমাদের ঘরের কন্যা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হল, আমাদের বুকটা গর্বে ভরে গেল, নাম রুমানা সুলতানা। শিক্ষা যে শিখবে তার সম্পত্তি, রুমানা আমাদের শিক্ষা দিল। সবাই পড়ো সবাই এগিয়ে চলো। আজ বাংলার নতুন সুলতানা রাজ্য কে কাঁপিয়ে দিল, অনেক অনেক শুভেচ্ছা।“