প্রায় নয় বছরের দীর্ঘ সম্পর্কের পর এবার কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? সম্প্রতি বান্ধবী জর্জিনা রদ্রিগেজের এক ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে জল্পনা আরও জোরদার হয়েছে। ভক্তদের প্রশ্ন, কবে আনুষ্ঠানিকভাবে বিয়ে করছেন তাঁরা? আর ভেন্যুই বা কোন দেশে?
ইনস্টাগ্রামে আংটি পরা হাতে একটি ছবি শেয়ার করেছেন জর্জিনা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আই ডু। এই জন্মে এবং আমার প্রত্যেকটা জন্মে’। বিয়ের শপথের অন্যতম গুরুত্বপূর্ণ বাক্য ব্যবহার করায় আলোচনায় উঠেছে নতুন প্রশ্ন—রোনাল্ডো কি এবার আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দিলেন? এর আগে বহুবার সিআর৭ তাঁর সঙ্গিনীকে ‘ওয়াইফ’ বা ‘স্ত্রী’ বলে সম্বোধন করেছেন।

স্প্যানিশ এক সাংবাদিক দাবি করেছেন, ২০২৬ সালের জুলাই মাসের পরেই বিয়ে করতে পারেন রোনাল্ডো ও জর্জিনা। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠান হতে পারে পর্তুগালেই। কারণ ওই বছর জুন থেকে জুলাই পর্যন্ত চলবে বিশ্বকাপ। বিশ্বকাপ শেষ হওয়ার পরই বিয়ের আয়োজন করার কথা ভাবছেন তারকা ফুটবলার।
এদিকে, জর্জিনার আংটি নিয়েও চলছে সমান আলোচনা। ছবিতে দেখা গিয়েছে, আংটির দৈর্ঘ্য প্রায় পাঁচ সেন্টিমিটার। মাঝখানে রয়েছে একটি বড় ডিম্বাকৃতি হিরে, পাশে বসানো আছে আরও দুটি ছোট হিরে। অনুমান করা হচ্ছে, এর দাম ২০ থেকে ৫০ লক্ষ মার্কিন ডলারের মধ্যে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৭ থেকে ৪২ কোটি টাকা। তবে ওই সাংবাদিকের দাবি, “জর্জিনার ঘনিষ্ঠদের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। এটুকু বলতে পারি, রোনাল্ডো শুধু ওই রিংটা দেয়নি। একটা পোর্শে, দুটো ঘড়ি-সহ দামি পোশাক-আশাক দিয়েছে।”
প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে সম্পর্কে রয়েছেন রোনাল্ডো ও জর্জিনা। তাঁদের একসঙ্গে দুটি সন্তান রয়েছে। সব মিলিয়ে আল নাসের তারকার পাঁচ সন্তানের অভিভাবক তিনি।