আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

২০২৭ বিশ্বকাপে অধিনায়ক রোহিত? আইসিসি’র পোস্টারে মিলল ইঙ্গিত

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ইংল্যান্ড সফরের আগে লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা। তারও ছয় মাস আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ছোট ফরম্যাট থেকেও সরে দাঁড়িয়েছিলেন ‘হিট ম্যান’। এখন প্রশ্ন, তিনি কি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দলের নেতৃত্ব দেবেন? যদিও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি, তবে আইসিসি’র একটি পোস্টার সেই আলোচনা ফের তীব্র করেছে। পরে অবশ্য সংস্থাটি পোস্টটি মুছে দেয়।

আগামী বছর ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। প্রথম ম্যাচ ১৪ জুলাই এজবাস্টনে, দ্বিতীয় ১৬ জুলাই এবং শেষ ম্যাচ ১৯ জুলাই। তার আগে ১ জুলাই শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

এই দুই সিরিজের জন্য আইসিসি যে পোস্টার প্রকাশ করেছিল, তাতে হ্যারি ব্রুকের পাশাপাশি ছিলেন রোহিত শর্মা। সব কিছু ঠিক থাকলে ওয়ানডে ফরম্যাটে ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন রোহিত। তবে সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর নেওয়ায় টি-টোয়েন্টিতে তাকে দেখা যাবে না—এটাই স্বাভাবিক। কিন্তু আইসিসি তৈরি করা কমন ইমেজ কার্ডে দুটি সিরিজের ক্ষেত্রেই মুখ্য ছবি ছিল হিট ম্যানের। ফলে অনেকেই ধরে নিয়েছেন, অন্তত আগামী বছর ওয়ানডে অধিনায়ক হিসেবে রোহিতই থাকছেন।

তবে ২০২৭ সাল পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন কি না, সেই প্রশ্ন এখনও খোলা। ইংল্যান্ড সফরের আগে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর বলেছিলেন, “পারফর্ম করতে পারলে বয়স কেবল একটি সংখ্যা মাত্র।” অনেকে মনে করছেন, আইসিসি’র পোস্টার আর গম্ভীরের এই মন্তব্যই হয়তো রোহিতের ২০২৭ বিশ্বকাপে খেলার সম্ভাবনাকে জোরালো করছে। তবে শারীরিক ফিটনেসই হবে মূল শর্ত। ধারণা করা হচ্ছে, ইংল্যান্ডে আসন্ন ওয়ানডে সিরিজকে রোহিত বিশ্বকাপ প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে নিচ্ছেন। সেখানে সাফল্য এলে, গম্ভীরও হয়তো তাঁকেই নেতৃত্বে রেখে বিশ্বকাপ পরিকল্পনা সাজাবেন।

See also  খণ্ডঘোষ ব্লকের সগড়াই আইসিডিএস কেন্দ্রে বার্ষিক শিশুর আলোয় দিবস পালন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি