আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

তারাপীঠ থেকে ফেরার পথে পথ দুর্ঘটনা – মৃত দুই , আহত চার

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রামপুরহাট :- তারাপীঠ থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে চারচাকার ধাক্কায় মৃত্যু হল চারচাকার দুই যাত্রীর । মৃতের নাম অখিল সিং এবং বিকাশ গুপ্তা । ঘটনায় গুরুতর জখম হয়েছেন গাড়ীর আরো চার জন যাত্রী । নিহত এবং আহতদের বাড়ি ঝাড়খণ্ডের বোকারো জেলার জলঙ্গি । আজ সকালে পথ দুর্ঘটনাটি ঘটেছে বীরভূম ঝাড়খণ্ড সীমানার রামপুরহাট – দুমকা রাস্তার সুঁড়িচুয়া গ্রামের কাছে ।

আজ সকালে বীরভূমের তারাপীঠ থেকে মা তারার পুজো দিয়ে একটি চারচাকা গাড়ীতে করে ঝাড়খণ্ডের বোকারো জেলার জলঙ্গি ফিরছিলেন তীর্থযাত্রীরা । সুঁড়িচুয়া গ্রামের কাছে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক । সেটি ধাক্কা মারে রাস্তার ধারে একটি গাছে । ঘটনাস্থলেই মৃত্যু হয় নামে অখিল সিং নামে এক যাত্রীর । গুরুতর আহত হয় আরো পাঁচ জন যাত্রী ।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ ও রামপুরহাট দমকল বাহিনী । দমকল বাহিনীর কর্মীরা নিহত ও আহতদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে । সেখানে বিকাশ গুপ্তা নামে আরো এক যাত্রীর মৃত্যু হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক ।

See also  বাঁকুড়া অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া সদর থানা এলাকায়

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি