আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রিচা ঘোষকে পুলিশের চাকরি অফার! বিশ্বজয়ীকে স্বাগত জানাতে প্রস্তুত শিলিগুড়ি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বিশ্বকাপজয়ী রিচা ঘোষকে রাজ্য সরকারের তরফে পুলিশে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে। প্রথম বারের মতো বাঙালি হয়ে বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করায় এই সম্মান জানানো হচ্ছে শিলিগুড়ির মেয়েকে। রিচার বাবা মানবেন্দ্র ঘোষ জানিয়েছেন — রাজ্য প্রশাসনের পক্ষ থেকেই এই খবর এসেছে।

ভারতের হয়ে বিশ্বকাপ তুলে আনার পথে রিচা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কঠিন পরিস্থিতিতে ব্যাট হাতে বেশ কিছু টার্নিং ইনিংস খেলেন তিনি। বিশেষত সেমিফাইনাল ও ফাইনালে তাঁর দুই ক্যামিও ইনিংস ম্যাচের মোড় বদলে দিয়েছিল। সেই সাফল্য নিয়েই তিনি ফিরছেন শিলিগুড়িতে। শুক্রবার রিচা বাগডোগরা বিমানবন্দরে নামবেন। তাঁকে স্বাগত জানাতে শিলিগুড়ি প্রস্তুত। স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই আয়োজন শুরু করে দিয়েছে। জাতীয় পতাকা লাগানো হুড খোলা জিপে শিলিগুড়ির মেয়র গৌতম দেব নিজে বিমানবন্দর থেকে রিচাকে বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। বাঘাযতীন পার্ক পর্যন্ত রেড কার্পেট পেতে গার্ড অফ অনারের মধ্য দিয়ে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে রিচাকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। সেই বার্তাও অনুষ্ঠানেই পড়ে শোনানো হবে। রিচার বাবা মানবেন্দ্র জানিয়েছেন — রাজ্য পুলিশের একটি চাকরির প্রস্তাব এসেছে, তবে ঠিক কোন পদ — সেই তথ্য এখনও জানা যায়নি। তাঁর কথায়, “এই প্রস্তাব রিচা গ্রহণ করবে কি না, জানি না। কাল ও ফিরছে, হয়ত বিস্তারিত কথা হবে।” তিনি আরও জানান — ছোটবেলা থেকেই রিচার সেনা ও পুলিশে যোগ দেওয়ার আগ্রহ ছিল।

রিচা একদিনের জন্য শিলিগুড়িতে থাকবেন। দিনভর বিভিন্ন অনুষ্ঠান রয়েছে তাঁর জন্য। অন্যদিকে সিএবি-ও রিচাকে বিশেষভাবে সম্মান জানাতে উদ্যোগী। সিএবি সূত্রে খবর — ৭ নভেম্বর অনুষ্ঠান করার পরিকল্পনা ছিল, কিন্তু রিচার পরিবারের ইচ্ছে ৮ নভেম্বর। তাই চূড়ান্ত সিদ্ধান্ত এখনও স্থির হয়নি। সংবর্ধনায় রিচার হাতে সোনার ব্যাট উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে সিএবি-র। পাশাপাশি সোনার বল দেওয়ার ভাবনাও রয়েছে।

See also  এশিয়া কাপ ২০২৫: ভারত-পাক ম্যাচে বাংলাদেশি আম্পায়ার, ঘোষিত হল রেফারি দল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি