দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসুদেবপুর মালি পাড়ার বেশকিছু বাসিন্দারা আজ সকালে ওই ওয়ার্ডের কাউন্সিলর রেবা মন্ডল এর বাড়ির সামনে চাল না পাওয়ায় জন্য বিক্ষোভ দেখায়।
তাদের দাবি মহেশতলা পৌরসভা থেকে দু’দফায় চাল দেওয়া হয় ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেবা মন্ডলকে বিতরনের জন্য। প্রথম দফায় ৩০০০ কেজি এবং দ্বিতীয় দফায় বুথ পিছু ৫০ কেজি করে চাল দেওয়া হয়। কিন্তু বর্তমানে তাদের দাবি এত পরিমাণ চাল পাওয়ার সত্বেও এই মালিপাড়া বাসিন্দারা কোনরকম চাল বা সুযোগ-সুবিধা পাচ্ছেন না। এই অভিযোগে আজ বাসুদেবপুর মালিপাড়া বেশ কিছু বাসিন্দারা কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখায়।
অন্যদিকে মহেশতলা পৌরসভার ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর রেবা মন্ডল জানান, ” আমি যে দু’দফায় চাল পেয়েছি তা আমাদের ওয়ার্ড কমিটির মেম্বার এর মাধ্যমে বুথ পিছু ওয়ার্ডের মানুষকে পৌঁছে দিয়েছে। এই বাসুদেবপুর মালিপাড়ার বাসিন্দাদেরও বেশ কিছু চাল এবং আটা দেয়া হয়। তার সত্বেও এরা আজ আমার বাড়িতে এসে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
অন্যদিকে বাসুদেবপুর মালিপাড়ার বাসিন্দারা বলেন, ” এখন লকডাউন চলছে।আমরা কেউ বাড়ি থেকে বাইরে বের হতে পারছি না।এমনবস্থায় এইভাবে যদি আমাদের প্রাপ্য চাল নিয়ে এইভাবে দুর্নীতি করে তাহলে আমরা সাধারণ মানুষ যাবো কোথায়। “
বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ চলার পর ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
English
Residents of Ward 13 of Maheshtala Municipality staged a protest around the councilor demanding not to get the rice they deserved.