আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

জমি মাফিয়াদের দৌরাত্ম্যে আতঙ্কে সিংহারি গ্রামের বাসিন্দারা, প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ!

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

জমি মাফিয়াদের ভয় ও আতঙ্কে দিন কাটাচ্ছেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ২ নম্বর ব্লকের সিংহারি গ্রামের বাসিন্দারা। অভিযোগ, যে কোনো সময় তাঁদের পৈতৃক জমি দখল হয়ে যেতে পারে মাফিয়াদের হাতে। জোর করে জমি দখল, ভুয়ো দলিল তৈরি এবং সরকারি রেকর্ড বদলে রমরমিয়ে জমি বিক্রির কারবার—এই গোটা চক্রে গ্রামবাসীদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

গ্রামবাসীদের দাবি, বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সাহায্য মেলেনি। এক বাসিন্দা জানান, তাঁর প্রায় চল্লিশ শতক জমি ভুয়ো ডকুমেন্টস দিয়ে রেজিস্ট্রি করে তাঁকে উৎখাত করা হয়েছে। অভিযোগ আরও গুরুতর—মৃত ব্যক্তির নামেও আধার ও ভোটার কার্ড তৈরি করে সেই জমিও রেজিস্ট্রি করা হয়েছে।

প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানিয়েও ফল মেলেনি বলে দাবি এলাকাবাসীর। এক গ্রামবাসীর কথায়, “বাধ্য হয়ে মিডিয়ার কাছে আসতে হল। প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি”।

এদিকে, একটি চাঞ্চল্যকর ভিডিও সামনে এসেছে, যেখানে এক ব্যক্তি—যাকে গ্রামবাসীরা ‘জমি মাফিয়ার সদস্য’ বলে দাবি করছেন—অকপটে স্বীকার করছেন যে প্রশাসন তাঁদের কিছুই করতে পারবে না এবং যেকোনো জমি এভাবেই ছিনিয়ে নেওয়া তাদের কাছে নতুন কিছু নয়। যদিও ভিডিওটির সত্যতা নিউজ এইট্টিন বাংলা স্বতন্ত্রভাবে যাচাই করেনি।

গ্রামবাসীদের অভিযোগ, বহু মানুষের সঙ্গেই এমন ঘটনা ঘটেছে। অভিযোগ জানাতে গেলে প্রশাসন নাকি কোনো সদুত্তর দেয় না, হতাশ হয়ে ফিরে আসতে হয় তাঁদের। দীর্ঘদিনের এই অসহায় অবস্থার পর অবশেষে গণমাধ্যমের কাছে মুখ খুলতে বাধ্য হয়েছেন সিংহারি গ্রামের মানুষ।

See also  স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে ব্যায়বহুল জটিল অস্ত্রপ্রচারে সফল BIMS হসপিটাল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি